হোশেয় 14:1-4
Bengali: পবিত্র বাইবেল
প্রভুর দিকে প্রত্যাবর্তন
14 ইস্রায়েল তোমাদের পতন হয়েছে এবং ঈশ্বরের বিরুদ্ধে তোমরা পাপ করেছো। সেজন্য তোমাদের প্রভু, ঈশ্বরের কাছে ফিরে এসো। 2 তুমি যে কথাগুলো বলবে তার সম্বন্ধে চিন্তা কর এবং প্রভুর কাছে ফিরে এসো। তাঁকে বলো,
“আমাদের পাপ দূর করে দিন।
আমাদের ভালো কথাগুলি গ্রহণ করুন।
উৎসর্গ হিসেবে আমরা আমাদের ওষ্ঠ দিয়ে আপনাকে প্রশংসা বাক্য নিবেদন করব।
3 অশূর আমাদের রক্ষা করতে সক্ষম হবে না।
আমরা যুদ্ধের ঘোড়ায় চাপব না।
যে জিনিসগুলো আমরা নিজেদের হাতে তৈরি করেছি
সেগুলোকে আমরা ‘আমাদের ঈশ্বর’ বলব না।
কেন? কারণ আপনিই একমাত্র সেই জন যিনি অনাথদের প্রতি কৃপা দেখান।
কেবলমাত্র আপনিই আমাদের রক্ষা করতে পারেন।”
প্রভু ইস্রায়েলকে ক্ষমা করবেন
4 প্রভু বলেন,
“আমাকে পরিত্যাগ করবার জন্য আমি তাদের ক্ষমা করব।
যেহেতু আমি ক্রুদ্ধ হওয়া থেকে বিরত হয়েছি
তাই আমি তাদের মুক্তমনে ভালোবাসব।
Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International