Add parallel Print Page Options

যোষেফের বংশ পরিচয়

(মথি 1:1-17)

23 প্রায় ত্রিশ বছর বয়সে যীশু তাঁর কাজ শুরু করেন। লোকেরা মনে করত তিনি যোষেফেরই ছেলে।

যোষেফ হলেন এলির ছেলে।

24 এলি মত্ততের ছেলে।

মত্তত্ লেবির ছেলে।

লেবি মল্কির ছেলে।

মল্কি যান্নায়ের ছেলে।

যান্না যোষেফের ছেলে।

25 যোষেফ মত্তথিয়ের ছেলে।

মত্তথিয় আমোসের ছেলে।

আমোস নহূমের ছেলে।

নহূম ইষ্‌লির ছেলে।

ইষ্‌লি নগির ছেলে।

26 নগি মাটের ছেলে।

মাট মত্তথিয়ের ছেলে।

মত্তথিয় শিমিয়ির ছেলে।

শিমিয়ি যোষেখের ছেলে।

যোষেখ যূদার ছেলে।

27 যূদা য়োহানার ছেলে।

যোহানা রীষার ছেলে।

রীষা সরুব্বাবিলের ছেলে।

সরুব্বাবিল শল্টীয়েলের ছেলে।

শল্টীয়েল নেরির ছেলে।

28 নেরি মল্কির ছেলে।

মল্কি অদ্দীর ছেলে।

অদ্দী কোষমের ছেলে।

কোষম ইল‌্মাদমের ছেলে।

ইল‌্মাদম এরের ছেলে।

29 এর যিহোশূর ছেলে।

যিহোশূ ইলীয়েষরের ছেলে।

ইলীয়েষর যোরীমের ছেলে।

যোরীম মত্ততের ছেলে।

মত্তত লেবির ছেলে।

30 লেবি শিমিয়োনের ছেলে।

শিমিয়োন যূদার ছেলে।

যূদা যোষেফের ছেলে।

যোষেফ যোনমের ছেলে।

যোনম ইলিয়াকীমের ছেলে।

31 ইলিয়াকীম মিলেয়ার ছেলে।

মিলেয়া মিন্নার ছেলে।

মিন্না মত্তথের ছেলে।

মত্তথ নাথনের ছেলে।

নাথন দায়ূদের ছেলে।

32 দায়ূদ যিশয়ের ছেলে।

যিশয় ওবেদের ছেলে।

ওবেদ বোয়সের ছেলে।

বোয়স সলমোনের ছেলে।

সলমোন নহশোনের ছেলে।

33 নহশোন অম্মীনাদবের ছেলে।

অম্মীনাদব অদমানের ছেলে।

অদমান অর্ণির ছেলে।

অর্ণি হিষ্রোণের ছেলে।

হিষ্রোণ পেরসের ছেলে।

পেরস যিহূদার ছেলে।

34 যিহূদা যাকোবের ছেলে।

যাকোব ইস‌্হাকের ছেলে।

ইস‌্হাক অব্রাহামের ছেলে।

অব্রাহাম তেরূহের ছেলে।

তেরূহ নাহোরের ছেলে।

35 নাহোর সরূগের ছেলে।

সরূগ রিয়ুর ছেলে।

রিয়ু পেলগের ছেলে।

পেলগ এবরের ছেলে।

এবর শেলহের ছেলে।

36 শেলহ কৈননের ছেলে।

কৈনন অর্ফক্ষদের ছেলে।

অর্ফক্ষদ শেমের ছেলে।

শেম নোহের ছেলে।

নোহ লেমকের ছেলে।

37 লেমক মথূশেলহের ছেলে।

মথূশেলহ হনোকের ছেলে।

হনোক যেরদের ছেলে।

যেরদ মহললেলের ছেলে।

মহললেল কৈননের ছেলে।

38 কৈনন ইনোশের ছেলে।

ইনোশ শেথের ছেলে।

শেথ আদমের ছেলে।

আদম ঈশ্বরের ছেলে।

Read full chapter