Add parallel Print Page Options

13 বোয়স রূতকে বিয়ে করলো। প্রভুর আশীর্বাদে রূৎ‌ গর্ভবতী হল। সে একটি পুত্রের জন্ম দিল। 14 শহরের রমনীরা নয়মীকে বলল, “প্রশংসা করো প্রভুকে যিনি তোমাকে উপহার হিসেবে এই মহান পুত্র দিলেন। সে ইস্রায়েলে বিখ্যাত হবে। 15 এই তোমাকে পুনর্জীবিত করবে এবং তোমার বৃদ্ধ বয়সে দেখাশোনা করবে। তোমার পুত্রবধূর সুবাদেই তাকে পেলে। তোমারই জন্য সে এই ছেলেকে জন্ম দিয়েছে। সে তোমায় ভালবাসে এবং সে তোমায় সাতটি ছেলের চেয়ে ঢের বেশি ভালবাসে।”

16 নয়মী ছেলেকে কোলে তুলে নিলো এবং তাকে আদর-যত্ন করল। 17 পাড়া প্রতিবেশীরা তার একটা নাম দিল। এই স্ত্রীলোকরা বলল, “এখন নয়মীর একটি পুত্র আছে!” তারা পুত্রটির নাম রাখল ওবেদ। ওবেদের পুত্রের নাম যিশয়। যিশয়ের পুত্রের নাম দায়ূদ।

রূৎ‌ ও বোয়সের পরিবার

18 এই হচ্ছে পেরসের পরিবারের বংশপরিচয়:

পেরসের পুত্র হিষ্রোণ।

19 হিষ্রোণের পুত্র রাম।

রামের পুত্র অম্মীনাদব।

20 অম্মীনাদবের পুত্র নহশোন।

নহশোনের পুত্র সল্‌মোন।

21 সল্‌মোনের পুত্র বোয়স।

বোয়সের পুত্র ওবেদ।

22 ওবেদের পুত্র যিশয়।

যিশয়ের পুত্র দায়ূদ।

Read full chapter