Font Size
1 বংশাবলি 29:10-13
Bengali: পবিত্র বাইবেল
1 বংশাবলি 29:10-13
Bengali: পবিত্র বাইবেল
দায়ূদের অনুপম প্রার্থনা
10 রাজা দায়ূদ তারপর সমবেত লোকদের সামনে প্রভুর প্রশংসা করে বললেন:
“প্রভু ইস্রায়েলের ঈশ্বর, হে আমাদের পিতা,
যুগে যুগে, আবহমান কাল যেন তোমারই বন্দনা হয়!
11 যা কিছু সত্য, শক্তি, মহিমা, বিজয় ও সন্মান, এসবই তো তোমার,
কারণ এই পৃথিবী ও আকাশ—এই মহাবিশ্বের সব কিছুই তোমার।
হে প্রভু, এই রাজত্বও তোমার।
তুমিই শীর্ষস্থানীয়। সব কিছুর শাসক, সবেরই নিয়ামক।
12 সম্পদ ও সম্মান, তোমার কাছ থেকেই আসে।
তুমি সব কিছু শাসন কর।
ক্ষমতা ও শক্তি তোমার হাতে রয়েছে।
একমাত্র তুমিই আর কাউকে মহান ও শক্তিশালী করতে পার।
13 হে আমাদের ঈশ্বর, তোমাকে ধন্যবাদ,
আমরা সকলে তোমারই মহান নাম বন্দনা করি।
Bengali: পবিত্র বাইবেল (BERV)
Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International