Add parallel Print Page Options

প্রথম খণ্ড

(গীতসংহিতা 1–41)

একজন ব্যক্তি প্রকৃত সুখী হবে যদি সে মন্দ লোকের পরামর্শে না চলে,
    যদি সে পাপীদের মত জীবনযাপন না করে,
    যদি সে তাদের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ না করে—যারা ঈশ্বরকে অশ্রদ্ধা করে।
একজন সৎ‌ ব্যক্তি প্রভুর শিক্ষাকে ভালোবাসে।
    সে প্রভুর শিক্ষা বিষয়ে দিনরাত চিন্তা করে।
এই জন্য সেই ব্যক্তি নদীর ধারে পোঁতা গাছের মত শক্ত ও দৃঢ় হয়।
    যে গাছ ঠিক সময় ফল দেয়, সেই লোক সেই গাছের মত হয়।
সেই লোক, সেই গাছের মতই হয়, যার পাতা কোনদিন ঝরে যায় না।
    সে যা কিছু করে, সবই সফল হয়।

মন্দ লোকরা সে রকম নয়।
    মন্দ লোকরা বাতাসে উড়িয়ে নিয়ে যাওয়া তুষের মত।
সৎ‌ লোকরা যদি একটা বিচারের সিদ্ধান্ত নেবার জন্য একত্রিত হয়, তবে মন্দ লোকরা অপরাধী হিসেবেই প্রমাণিত হবে।
    সেই পাপীরা, বিচারে সরল নিষ্পাপ বলে প্রমাণিত হবে না।
কেন? কারণ প্রভু সৎ‌ লোকদের রক্ষা করেন,
    কিন্তু মন্দ লোকদের বিনাশ করেন।

অন্যান্য জাতিগুলোর লোকজন এত ক্রুদ্ধ কেন?
    কেন তারা বোকার মত পরিকল্পনা করছে?
তাদের রাজারা এবং নেতারা,
    প্রভু এবং তাঁর মনোনীত রাজার বিরুদ্ধে লড়াই করার জন্য একত্রিত হচ্ছে।
সেই সব নেতা বলছে, “এস আমরা ঈশ্বর এবং তাঁর মনোনীত রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি।
    এস আমরা ওদের থেকে আলাদা হয়ে বেরিয়ে এসে নিজেদের মুক্ত করি!”

কিন্তু আমার প্রভু, স্বর্গের রাজা,
    ওদের প্রতি বিদ্রূপের হাসি হেসেছিলেন।
ঈশ্বর ক্রুদ্ধ হয়ে সেই সব লোকদের বলেছেন,
“এই ব্যক্তিকে আমি রাজা হিসেবে মনোনীত করেছি!
    এবং সে সিয়োন পর্বতে রাজত্ব করবে।
সিয়োন আমার কাছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ পর্বত।”
    এই ঘটনা সেই সব নেতাদের ভীত করলো।

এখন আমি তোমাকে প্রভুর চুক্তির কথা বলবো।
প্রভু আমায় বললেন, “আজ আমি তোমার পিতা হলাম!
    এবং তুমি আমার পুত্র।
যদি তুমি আমার কাছে চাও,
    আমি সমগ্র জাতিগুলি তোমার হাতে দিয়ে দেব!
ভেঙে যেতে পারে না এমন ক্ষমতা নিয়ে তুমি তাদের ওপর শাসন করবে।
    তুমি তাদের ভেঙে চুরমার হয়ে যাওয়া মাটির পাত্রের মত ছড়িয়ে দেবে।”

10 সুতরাং হে রাজন্যবর্গ, জ্ঞানী হও।
    অতএব হে শাসকগণ, চালাক-চতুর হও।
11 ভয় ও শ্রদ্ধা সহকারে প্রভুর সেবা কর।
12 ঈশ্বরের পুত্রকে চুম্বন কর এবং প্রমাণ কর যে তুমি ঈশ্বরের পুত্রের প্রতি ভক্তিতে একনিষ্ঠ
    যদি তুমি তা না কর তিনি ক্রুদ্ধ হবেন এবং তোমায় বিনাশ করবেন।
সেই সব লোক যারা প্রভুর ওপর আস্থা রাখে তারা ধন্য।
    কিন্তু অন্যদের সাবধান হতে হবে, কারণ প্রভু তাঁর ক্রোধ দেখাতে প্রায় প্রস্তুত।

দায়ূদের একটি গীত যখন থেকে তিনি তাঁর পুত্র অবশালোমের কাছ থেকে পালিয়ে গিয়েছিলেন।

প্রভু, আমার অসংখ্য শত্রু।
    বহু লোক আমার বিরুদ্ধে চলে গেছে।
বহু লোক আমার বিরুদ্ধে মন্দ কথা বলছে।
    তারা বলছে, “ঈশ্বর ওকে রক্ষা করবেন না!”

কিন্তু হে প্রভু, আপনিই আমার ঢালস্বরূপ।
    আপনি আমার গৌরব।
    প্রভু আপনি আমাকে গুরুত্বপূর্ণ করেছেন![a]

আমি প্রভুর কাছে প্রার্থনা করবো।
    পবিত্র পর্বত থেকে তিনি আমার ডাকে সাড়া দেবেন!

আমি শুয়ে পড়ি এবং বিশ্রাম নিই এবং আমি জানি, আবার আমি জেগে উঠবো।
    কেন? কারণ প্রভু আমায় আবৃত করে থাকেন। প্রভু আমায় রক্ষা করেন!
যদি হাজার সৈন্যও আমায় ঘিরে ফেলে,
    আমি ঐ শত্রুদের ভয়ে ভীত হব না!

প্রভু, উঠে দাঁড়ান।[b]
    হে আমার ঈশ্বর, আপনি এসে আমায় উদ্ধার করুন!
আপনি অসীম শক্তির অধিকারী!
    আমার শত্রুদের চোয়ালে আপনি যদি আঘাত করেন
    আপনি তাদের সবকটা দাঁতই ভেঙে দেবেন।

হে প্রভু, আপনার জয়!
    এবং আপনার আশীর্বাদ রয়েছে আপনার লোকদের ওপর।

Footnotes

  1. 3:3 প্রভু … করেছেন আক্ষরিক অর্থে, “আপনি আমার মহিমা, সেই জন যিনি আমার মাথা তুলে ধরেন।”
  2. 3:7 প্রভু … দাঁড়ান লোকরা যখন সাক্ষ্যসিন্দুকটি তুলত এবং তাদের সঙ্গে যুদ্ধে নিয়ে যেত তখন এই কথাটি বলত। এর দ্বারা বোঝা যেত যে ঈশ্বর তাদের সঙ্গে ছিলেন। দ্রষ্টব্য গণনা 10:35-36