Add parallel Print Page Options

বেদীর সামনে দণ্ডায়মান প্রভুর দর্শন

আমি আমার সদাপ্রভুকে বেদীর পাশে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তিনি বললেন,

“স্তম্ভের মাথায় আঘাত কর
    তাহলে সমস্ত অট্টালিকা নড়ে উঠবে।
    এমনকি চৌকাঠ পর্যন্ত পড়ে যাবে।
সেই স্তম্ভ লোকেদের মাথায় ভেঙে ফেলো
    আর তাও যদি কেউ কেউ বেঁচে থাকে
তবে আমি তরবারির দ্বারা
    তাদের হত্যা করব।
পালালেও,
    একজনও রক্ষা পাবে না।
তারা যদি পাতাল পর্যন্ত গভীর গর্ত খুঁড়ে
    তার মধ্যে যায়ও
আমি তাদের সেখান থেকেও
    টেনে বার করে আনব।
তারা আকাশে উঠে গেলেও
    সেখান থেকে আমি তাদের নামিয়ে আনব।
কর্ম্মিল পর্বতের চূড়ায় লুকিয়ে থাকলেও
    আমি সেখানে তাদের খুঁজে বার করব।
    এবং সেখান থেকে নিয়ে আসব।
যদি তারা সমুদ্রের তলায় গিয়ে আমার কাছ থেকে লুকোবার চেষ্টা করে,
    তবে আমি সেখানে সাপকে আদেশ করব আর সে তাদের কামড়াবে।
যদি তারা বন্দী হতে শত্রুদের সামনে যায়
    তবে সেখানে আমি তরবারিকে আদেশ করব
    আর তা তাদের হত্যা করবে।
হ্যাঁ, আমি তাদের উপর নজর রাখব
    দেখব কিভাবে তাদের উপর অমঙ্গল আনতে পারি,
    মঙ্গল নয়।”

শাস্তি ধ্বংস পর্যন্ত

আমার সদাপ্রভু সর্বশক্তিমান প্রভু দেশকে স্পর্শ করলে
    তা গলে যাবে।
    তখন দেশে বসবাসকারী সকলে মৃতদের জন্য শোক করবে।
দেশ মিশরীয় নীল নদের মতো উথাল পাতাল করবে।
প্রভু তাঁর ওপরের ঘরগুলো আকাশের অধিকতর উচ্চে তৈরি করেছেন।
    তিনি তাঁর লোকদের পৃথিবীর ভিত্তির ওপর স্থাপন করেছেন।
তিনি সমুদ্রের জলকে ডাকেন
    এবং বৃষ্টিরূপে তা দেশের ওপর ঢেলে দেন।
    যিহোবা তাঁর নাম।

ইস্রায়েলের বিনাশ সম্বন্ধে প্রভুর প্রতিশ্রুতি

প্রভু এই কথা বলেন:

“হে ইস্রায়েল, তুমি আমার কাছে কূশীয়দের মতো।
    আমি ইস্রায়েলকে মিশর দেশ থেকে বাইরে এনেছিলাম।
    আমি কপ্তোর থেকে পলেষ্টীয়দের
    এবং কীর থেকে অরামীয়দের বার করে এনেছিলাম।”

প্রভু আমার সদাপ্রভু পাপপূর্ণ রাজ্য, ইস্রায়েলের দিকে চেয়ে আছেন।
প্রভু বলেন,
“আমি পৃথিবীর বুক থেকে ইস্রায়েলকে উৎ‌পাটন করব
    কিন্তু যাকোবের পরিবারকে সম্পূর্ণভাবে ধ্বংস করব না।
আমি ইস্রায়েল জাতিকে ধ্বংস করবার আদেশ দিচ্ছি।
    আমি ইস্রায়েলের লোকদের সমস্ত জাতির মধ্যে ছড়িয়ে দেব।
যখন সে চালনিতে শস্য ঝাড়ে
তখন ভালো শস্যগুলি চালনির ভেতর দিয়ে নীচে পড়ে
    কিন্তু খারাপ ডেলাগুলি ধরা পড়ে, যাকোবের পরিবারের সঙ্গেও তেমনটি করা হবে।

10 “আমার লোকদের মধ্যে পাপীরা বলে,
    ‘আমাদের কোন মন্দ ঘটবে না।’
কিন্তু তাদের সবাইকে তরবারির আঘাতে হত্যা করা হবে!”

রাজ্য পুনঃস্থাপনের জন্য ঈশ্বরের প্রতিশ্রুতি

11 “দায়ূদের তাঁবু[a] পতিত হয়েছে।
    কিন্তু সেই সময় আমি আবার তা স্থাপন করব।
আমি দেওয়ালের গর্তগুলো সারাবো।
    আমি এর ধ্বংসস্তূপ থেকে আবার গড়ব।
আমি তাকে পূর্বে যেমন ছিল
    সেই ভাবে আবার গড়ে তুলব।
12 তারপর, তারা, যারা আমার নামে অভিহিত হয়,
    তারা ইদোমের এবং দেশের অন্যান্য অবশিষ্ট অংশের সত্ত্ব গ্রহণ করবে।”
প্রভু বলেন,
    তিনি এগুলো করেন।
13 প্রভু বলেন, “সেই সময় আসছে
    যখন হালবাহক শস্য ছেদকের সঙ্গে তাল মিলিয়ে পা ফেলবে।
    দ্রাক্ষা মর্দনকারী, দ্রাক্ষা চয়নকারীকে ছাড়িয়ে যাবে।
পর্বত এবং উপপর্বত থেকে
    মিষ্ট দ্রাক্ষারস ঝরে পড়বে।
14 আমি আমার লোকদের ইস্রায়েলকে
    বন্দী দশা থেকে ফিরিয়ে আনব।
তারা ধ্বংস হয়ে যাওয়া শহরগুলি আবার গড়বে
    এবং সেখানে বাস করবে।
তারা দ্রাক্ষাক্ষেত স্থাপন করবে
    এবং তাদের উৎপন্ন দ্রাক্ষারস পান করবে।
তারা বাগান করবে
    এবং তা থেকে ফল আহরণ করে খাবে।
15 আমি আমার লোকদের তাদের দেশে স্থায়ীভাবে বসবাস করাব।
    যে দেশ আমি তাদের দিয়েছি, সেখান থেকে তাদের আর কখনও বিচ্ছিন্ন করা হবে না।”
প্রভু তোমার ঈশ্বরই এইসব বলেছেন।

Footnotes

  1. 9:11 দায়ূদের তাঁবু এর অর্থ হতে পারে জেরুশালেম শহর অথবা যিহূদার দেশ।