Add parallel Print Page Options

ইয়োবকে বিল‌্দদের উত্তর

25 তখন শূহীয় বিল‌্দদ উত্তর দিলেন:

“ঈশ্বরই শাসক।
    প্রতিটি লোককে তাঁর সামনে সভয়ে দাঁড়াতে হবে।
    তাঁর ঊর্দ্ধলোকের রাজ্যে তিনি শান্তি বজায় রাখেন।
কোন লোকই তাঁর ঐশ্বরীয় সৈন্যবাহিনীকে গুণতে পারে না।
    ঈশ্বরের আলো সবার ওপর প্রতিভাত হয়।
ঈশ্বরের তুলনায় কেই বা অধিকতর পবিত্র?
    কোন মানুষই প্রকৃত অর্থে পবিত্র হতে পারে না।
ঈশ্বরের চোখে চাঁদ পর্যন্ত উজ্জ্বল নয়,
    তারারাও খাঁটি নয়।
মানুষ ঈশ্বরের তুলনায় কম খাঁটি।
    তুলনায়, মানুষ উল্লু এবং কৃমিকীটের মত!”