Add parallel Print Page Options

27 তারপর ইয়োব তাঁর কথা অব্যাহত রাখলেন। ইয়োব বললেন,

“একথা সত্যি যে ঈশ্বর আছেন এবং তিনি আছেন এটা যতখানি সত্য,
    তিনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে এসেছেন—এটাও ততখানি সত্য।
ঈশ্বর সর্বশক্তিমান আমার জীবনকে তিক্ত করে তুলেছেন।
    কিন্তু যতক্ষণ আমার মধ্যে জীবন আছে
    এবং আমার নাকে ঈশ্বরের জীবনের শ্বাস-প্রশ্বাস বইছে,
ততক্ষণ আমার ঠোঁট কোন মন্দ কথা উচ্চারণ করবে না
    এবং আমার জিভ একটিও মিথ্যা কথা বলবে না।
আমি কখনও স্বীকার করব না যে তোমরা সঠিক।
    আমার মৃত্যু পর্যন্ত আমি বলে যাবো যে আমি নির্দোষ।
যে সঠিক কাজ আমি করেছি, তা আমি দৃঢ়ভাবে ধরে থাকবো।
    আমি সৎ‌ পথে বাঁচা থেকে বিরত হব না।
    যত দিন পর্যন্ত আমি বাঁচবো, তত দিন পর্যন্ত আমি যা যা করেছি সে সম্বন্ধে আমার কোন অপরাধ বোধ থাকবে না।
আমার শত্রু যেন একজন মন্দ ব্যক্তির মত ব্যবহার পায়।
    যে ব্যক্তি আমার বিরুদ্ধে মাথা তুলবে সে যেন একজন মন্দ ব্যক্তির মত ব্যবহার পায়।
যদি কোন লোক ঈশ্বরের তোয়াক্কা না করে, তবে মৃত্যুর সময়ে সেই লোকের জন্য কোন আশাই নেই।
    ঈশ্বর যখন তার জীবন হরণ করবেন তখন সেই লোকের জন্য কোন আশাই থাকবে না।
ঐ মন্দ লোকটি সংকটে পড়বে।
    সে সাহায্যের জন্য ঈশ্বরের কাছে কেঁদে পড়বে।
কিন্তু ঈশ্বর তার কথা শুনবেন না।
    সে কি সর্বশক্তিমান ঈশ্বরে আনন্দ লাভ করবে?
    সে কি সব সময় ঈশ্বরকে ডাকবে? না!
10 কিন্তু ঐ লোকের সর্বশক্তিমান ঈশ্বরের সঙ্গে কথা বলার আনন্দ উপভোগ করা উচিৎ‌ ছিল।
    ঐ লোকের সর্বক্ষণ ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিৎ‌ ছিল।

11 “আমি তোমাকে ঈশ্বরের ক্ষমতা সম্পর্কে বলবো,
    আমি তোমার কাছে ঈশ্বর সর্বশক্তিমানের পরিকল্পনা গোপন করবো না।
12 তুমি নিজের চোখেই ঈশ্বরের ক্ষমতা দেখেছো।
    তাহলে তুমি কেন অর্থহীন কথাবার্তা বলছো?

13 “মন্দ লোকরা ঈশ্বরের কাছ থেকে শুধু এইটুকুই পাবে।
    নিষ্ঠুর লোকরা সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে এই সবই পাবে।
14 একজন মন্দ লোকের অনেক সন্তানাদি থাকতে পারে।
    কিন্তু তার সন্তানরা যুদ্ধে নিহত হবে।
    একজন মন্দ লোকের সন্তানরা যথেষ্ট খাদ্য পাবে না।
15 তার সন্তানরা, যারা বেঁচে যাবে
    তারা রোগ দ্বারা কবরস্থ হবে।
16 একজন মন্দ লোকের প্রচুর রূপো থাকতে পারে কিন্তু তার কাছে সেটি আবর্জনার মতই হবে।
    তার কাছে প্রচুর বস্ত্র থাকতে পারে তাও তার কাছে কাদার স্তূপের মতো হবে।
17 কিন্তু একজন সৎ‌ লোক তার বস্ত্রাদি পাবে।
    নির্দোষ লোক তাদের রূপো পাবে।
18 একজন মন্দ লোক পাখীর বাসার মত একটা বাড়ী বানাতে পারে।
    একজন রক্ষী যেমন মাঠে ঘাসের কুটীর বানায় সে হয়ত তার বাড়ীটা ঐরকমই বানাবে।
19 একজন মন্দ লোক যখন বিছানায় শুতে যায়, তখন সে ধনী থাকতে পারে,
    কিন্তু যখন সে তার চোখ খুলবে তখন তার সব সম্পদ চলে যাবে।
20 বন্যার মতো ভয়ঙ্কর জিনিস ধুয়ে নিয়ে যাবে।
    একটা ঝড় তার সব কিছু মুছে নিয়ে যাবে।
21 পূবের বাতাস তাকে উড়িয়ে নিয়ে যাবে এবং সে চলে যাবে।
    একটা ঝড় তাকে তার জায়গা থেকে উড়িয়ে নিয়ে যাবে।
22 মন্দ লোকরা হয়তো ঝড়ের শক্তি থেকে পালিয়ে যেতে চেষ্টা করবে।
    কিন্তু ঝড় তাকে ক্ষমাহীন ভাবে আঘাত করবে।
23 মন্দ লোকগুলো যখন ছুটে পালাবে, তখন লোকরা হাততালি দেবে।
    মন্দ লোকরা যখন তাদের বাড়ী থেকে দৌড় দেবে তখন লোকেরা শিস্ দেবে।”