Add parallel Print Page Options

ফিরে আসা বন্দীদের তালিকা

বাবিলের রাজা নবূখদ্‌নিৎ‌সর যাদের বন্দী করেছিলেন, তারা জেরুশালেম এবং যিহূদায় যে যার নিজের নগরে ফিরে গেল। এরা সকলে সরুব্বাবিল, যেশূয়, নহিমিয়, সরায়, রিয়েলায়, মর্দখয়, বিলশন, মিস্পর, বিগরয়, রহূম ও বানাদের সঙ্গে প্রত্যাবর্তন করল। যারা ইস্রায়েলে ফিরেছিল তাদের তালিকাটি নিম্নরূপ:

পরোশের উত্তরপুরুষ2172
শফটিয়ের উত্তরপুরুষ372
আরহের উত্তরপুরুষ775
যেশূয় এবং যোয়াব পরিবারের পহৎ-মোয়াবের উত্তরপুরুষ2812
এলমের উত্তরপুরুষ1254
সত্তূর উত্তরপুরুষ945
সক্কয়ের উত্তরপুরুষ760
10 বানির উত্তরপুরুষ642
11 বেবয়ের উত্তরপুরুষ623
12 অসগদের উত্তরপুরুষ1222
13 অদোনীকামের উত্তরপুরুষ666
14 বিগবয়ের উত্তরপুরুষ2056
15 আদীনের উত্তরপুরুষ454
16 যিহিষ্কিয়ের বংশজাত আটেরের উত্তরপুরুষ98
17 বেৎসয়ের উত্তরপুরুষ323
18 যোরাহের উত্তরপুরুষ112
19 হশুমের উত্তরপুরুষ223
20 গিব্বরের উত্তরপুরুষ95
21 বৈৎ‌লেহেম শহরের123
22 নটোফা শহরের56
23 অনাথোত শহরের128
24 অস্মাবত শহরের42
25 কিরিয়ৎ‌-আরীম, কফীরা ও বেরোত শহরের743
26 রামা ও গেবা শহরের621
27 মিকমস শহরের122
28 বৈথেল ও অয় শহরের223
29 নবো শহরের52
30 মগবীশ শহরের156
31 এলম নামে একটি শহরের1254
32 হারীম শহরের320
33 লোদ, হাদীদ ও ওনো শহরের725
34 যিরিহো শহরের345
35 সনায়া শহরের3630

36 যাজকদের মধ্যে ছিলেন:

যেশূয় পরিবারের যিদয়িয়ের উত্তরপুরুষ973
37 ইম্মেরের উত্তরপুরুষ1052
38 পশহূরের উত্তরপুরুষ1247
39 হারীমের উত্তরপুরুষ1017

40 লেবীয় পরিবারগোষ্ঠীর লোকদের মধ্যে যারা ছিল তারা হল:

হোদবিয়ের পরিবারের মাধ্যমে যেশূয় ও কদমীয়েলের উত্তরপুরুষ74

41 এরা হল গায়ক বৃন্দ:

আসফের উত্তরপুরুষ128

42 মন্দিরের দ্বারপালের উত্তরপুরুষের মধ্যে

শল্লূম, আটের, টলমোন, অক্কূব, হটীটা এবং শোবয়ের উত্তরপুরুষের139

43 মন্দিরের সেবা-দাসদের উত্তরপুরুষের মধ্যে ছিলেন:

সীহ, হসূফা ও টব্বায়োতের উত্তরপুরুষরা,

44 কেরোস, সীয় ও পাদোনের সন্তানরা,

45 লবানা, হগাব ও অক্কূবের সন্তানরা,

46 হাগব, শল্ময় ও হাননের সন্তানরা,

47 গিদ্দেল, গহর ও রায়ার সন্তানরা,

48 রৎসীন, নকোদর ও গসমের সন্তানরা,

49 উষ, পাসেহ ও বেষয়ের সন্তানরা,

50 অস্না, মিয়ূনীম ও নফূষীমের সন্তানরা,

51 বক্বূক, হকূফার ও হর্হূরের সন্তানরা,

52 বসলূত, মহীদা ও হর্শার সন্তানরা,

53 বর্কোস, সীষরা ও তেমহের সন্তানরা,

54 নৎ‌সীহ ও হটীফার সন্তানরা।

55 শলোমনের ভৃত্যদের উত্তরপুরুষরা ছিল:

সোটয়, হসসোফেরত ও পরূদা।

56 যালা, দর্কোন ও গিদ্দেল,

57 শফটিয়, হটীল, পোখেরৎ‌-হৎসবায়ীমের এবং আমীর সন্তানগণ।

58 মন্দিরের সেবা-দাসরা এবং শলোমনের ভৃত্যদের উত্তরপুরুষরা392

59 তেল্-মেলহ, তেল হর্শা, করূব, অদ্দন ও ইম্মের নগর থেকে জেরুশালেমে এসেছিল নিম্নলিখিত ব্যক্তিরা, কিন্তু তারা ইস্রায়েলের পরিবারবর্গের পরিবার ছিল কিনা তা প্রমাণ করতে পারল না।

60 দলায়, টোবিয় ও নকোদের উত্তরপুরুষ652

61 হবায়, হক্কোস ও বর্সিল্লয় যাজক পরিবারের উত্তরপুরুষ।

(যদি কোন পুরুষ গিলিয়দের বর্সিল্লয় কন্যাকে বিয়ে করত, তাহলে সেই পুরুষটিকে বলা হত বর্সিল্লয়ের উত্তরপুরুষ।)

62 এরা সকলেই তাদের পরিবারের ইতিহাস স্থাপন করবার চেষ্টা করল। যেহেতু যাজক তালিকায় এদের পূর্বপুরুষদের নামোল্লেখ ছিল না, সেহেতু তাদের পূর্বপুরুষরা সত্যিই যাজক ছিলেন কিনা তা তারা প্রমাণ করতে পারল না। তাই তারাও যাজক হিসেবে কাজ করবার অনুমতি পেল না। 63 রাজ্যপাল তাদের আদেশ দিলেন, যতক্ষণ পর্যন্ত না একজন যাজক ঊরীম এবং তুম্মীম দ্বারা ঈশ্বরের সিদ্ধান্ত না জানাতে পারে ততক্ষণ তারা যেন পবিত্র খাদ্য গ্রহণ না করে।

64-65 যারা ফিরে এল তাদের মধ্যে 42,360 জন ব্যক্তি ছিল। এছাড়াও তাদের সঙ্গে ছিল 7337 জন পুরুষ ও নারী ভৃত্য, 200 জন গায়ক ও গায়িকা। 66-67 তাদের 736টি ঘোড়া, 245টি খচ্চর, 435টি উট ও 6720টি গাধা ছিল।

68 তারা যখন জেরুশালেমে প্রভুর মন্দিরে এসে পৌঁছল তখন পরিবারের কর্তারা, প্রভুর মন্দির নির্মাণের জন্য উপহারগুলি দান করলেন। 69 এই উপহারের মধ্যে ছিল 1100 পাউণ্ড সোনা, 3 টন রূপো ও যাজকদের পরিবারের জন্য 100টি অঙ্গরক্ষক বস্ত্র। আগে যেখানে প্রভুর মন্দিরটি ছিল সেইখানেই তারা মন্দিরটি নির্মাণ করবে।

70 এই কাজের জন্য যাজকগণ, লেবীয় ও অন্যান্য ব্যক্তিরা জেরুশালেমের কাছাকাছি অঞ্চলে বসতি স্থাপন করল। এই দলের মধ্যে মন্দিরের দ্বাররক্ষী, গায়কবর্গ, ও সেবাদাসরা ছিল। ইস্রায়েলের অন্যান্য ব্যক্তিরা তাদের নিজ নিজ শহরে বাসা বাঁধলো।