Add parallel Print Page Options

একটি ধন্যবাদার্হ গীত।

100 হে পৃথিবী, প্রভুর উদ্দেশ্যে গান গাও!
যখন তুমি প্রভুর সেবা কর তখন আনন্দিত থেকো!
    আনন্দ গীত গাইতে গাইতে প্রভুর সামনে এসো!
এটা জেনো যে প্রভুই ঈশ্বর।
    তিনিই আমাদের সৃষ্টি করেছেন।
    আমরা তাঁরই মেষের পাল।
ধন্যবাদের গীত গাইতে গাইতে তাঁর শহরে এসো।
    প্রশংসা গীত গাইতে গাইতে তাঁর মন্দিরে এসো।
    তাঁকে সম্মান কর, তাঁর নামকে ধন্য কর।
প্রভু ভালো!
    তাঁর ভালোবাসা চিরন্তন।
    আমরা সর্বদাই তাঁর ওপর আস্থা রাখতে পারি!