Add parallel Print Page Options

112 প্রভুর প্রশংসা কর!
    সেই ব্যক্তি যে প্রভুকে ভয় ও শ্রদ্ধা করে সে খুব সুখী হবে।
    সেই ব্যক্তি ঈশ্বরের আজ্ঞা পছন্দ করে।
তার উত্তরপুরুষরা এই পৃথিবীতে মহৎ‌‌ হবে।
    সৎ‌ লোকদের উত্তরপুরুষরা সত্যিকারের ধন্য হবে।
সেই ব্যক্তির পরিবার প্রচণ্ড ধনী হবে
    এবং তার ধার্মিকতা চিরদিন বজায় থাকবে।
সৎ‌ লোকদের কাছে ঈশ্বর অন্ধকারে প্রতিভাত একটি আলোর মত।
    ঈশ্বর দয়াময়, ক্ষমাশীল এবং ভালো।
একজন ব্যক্তির পক্ষে দয়ালু এবং উদার হওয়া ভালো।
    একজন ব্যক্তির পক্ষে তার কর্মে সৎ‌ থাকা ভালো।
সেই ব্যক্তির কোনদিন পতন হবে না।
    একজন ধার্মিক ব্যক্তিকে চিরদিন স্মরণ করা হবে।
সে দুঃসংবাদে ভীত হবে না।
    সে তার নিজের বিশ্বাসে দৃঢ় কেননা সে প্রভুতে আস্থা রাখে।
সেই ব্যক্তি নিজের বিশ্বাসে দৃঢ়।
    সে কখনও ভয় পাবে না, সুতরাং সে তার শত্রুদের পরাজিত করবে।
সেই ব্যক্তি দরিদ্রদের মুক্তহস্থে দান করে
    এবং তার ধার্মিকতা চিরদিন বজায় থাকবে।
    সে বিরাট সম্মান পাবে।
10 দুষ্ট লোকরা এইসব দেখে রেগে যায়।
    ওরা রাগে দাঁত কড়মড় করতে থাকে কিন্তু তারপর ওরা অদৃশ্য হয়ে যায়।
    যা সব থেকে বেশী করে দুষ্ট লোকরা চায় তা ওরা পাবে না।