Add parallel Print Page Options

114 ইস্রায়েল মিশর ত্যাগ করলো।
    যাকোব সেই বিদেশ ত্যাগ করলো।
যিহূদা ঈশ্বরের বিশেষ মানুষ হলো।
    ইস্রায়েল তাঁর রাজত্ব হলো।
এই দেখে লোহিতসাগর দৌড়ে পালিয়েছিলো।
    যর্দন নদীও ঘুরে দৌড় দিয়েছিলো।
পর্বতগুলো বুনো ছাগলের মত নেচে উঠেছিলো।
    পাহাড়গুলো মেষের মত নেচে উঠেছিলো।

লোহিতসাগর কেন তুমি ছুটে পালালে?
    যর্দন নদী কেন তুমি ঘুরে দৌড় দিলে?
পর্বতমালা কেন তোমরা বুনো ছাগলের মত নাচলে?
    পাহাড় সকল, কেন তোমরা মেষশাবকের মত নাচলে?

যাকোবের প্রভু, ঈশ্বরের সামনে, পৃথিবী কেঁপে গিয়েছিলো।
ঈশ্বর হলেন এমন একজন, যিনি পাথর থেকে জলকে প্রবাহিত করান।
    ঈশ্বর শক্ত পাথর থেকে একটি জলধারা প্রবাহিত করেছিলেন।