Add parallel Print Page Options

116 প্রভু যখন আমার প্রার্থনা শোনেন,
    তখন আমার ভালো লাগে।
আমি যখন সাহায্যের জন্য ডাকি
    তখন তিনি আমার কথা শুনলে আমার ভালো লাগে।
আমি প্রায় মৃত হয়ে গিয়েছিলাম!
    আমার চার দিকে মৃত্যুর দড়িগুলো জড়ানো ছিল।
কবর আমার ওপর ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে।
    আমি সংকটযুক্ত ও দুঃখিত হলাম।
তখন আমি প্রভুর নামকে আমন্ত্রণ করলাম।
    আমি বলেছিলাম: “প্রভু, আমায় রক্ষা করুন!”
প্রভু মঙ্গলময় এবং করুণাময়।
    ঈশ্বর দয়াময়।
প্রভু অসহায় মানুষের যত্ন নেন।
    আমি সহায়হীন ছিলাম, প্রভু আমায় রক্ষা করেছেন।
হে আমার আত্মা, তোমার বিশ্রামের স্থানে ফিরে এস!
    প্রভু তোমার সম্পর্কে যত্ন নেবেন।
হে ঈশ্বর, আপনি আমার আত্মাকে মৃত্যু থেকে রক্ষা করেছেন
    এবং আপনি আমার অশ্রু নিবারণ করেছেন।
    আপনি আমায় পতন থেকে রক্ষা করেছেন।
জীবিতদের রাজ্যে, আমি প্রভুর সেবা অব্যাহত রাখব।

10 যখন আমি বলেছি, “আমি ধ্বংস হয়ে গেছি”
    তখনও আমি বিশ্বাস করে চলেছি।
11 হ্যাঁ, যখন আমি বিমর্ষ ছিলাম,
    তখন বলেছিলাম, “সব লোকই মিথ্যাবাদী।”

12 আমি প্রভুকে কি আর দিতে পারি?
    আমার যা কিছু আছে সবই প্রভু দিয়েছেন!
13 তিনি আমায় রক্ষা করেছেন,
    তাই আমি তাঁকে পেয় নৈবেদ্য উৎসর্গ করবো।
    আমি প্রভুর নাম আমন্ত্রণ করবো।
14 যা প্রতিশ্রুতি দিয়েছি, প্রভুকে আমি তা দেবো।
    আমি এখন তাঁর সকল লোকের সামনে যাবো।

15 প্রভুর অনুগামীদের একজনের মৃত্যু প্রভুর কাছে খুবই গুরুত্বপূর্ণ।
    প্রভু, আমি আপনার একজন দাস!
16 আমি আপনার দাস,
    আমি আপনারই এক দাসীর সন্তান।
    প্রভু, আপনিই আমার প্রথম শিক্ষক ছিলেন!
17 আমি আপনাকে ধন্যবাদ উৎসর্গ করবো।
    আমি প্রভুর নাম স্মরণ করবো।
18 যা প্রতিশ্রুতি দিয়েছি প্রভুকে আমি তা দেবো।
    আমি এখন তাঁর সকল লোকের সামনে যাবো।
19 আমি জেরুশালেমের মন্দিরে যাবো।

    প্রভুর প্রশংসা কর।