Add parallel Print Page Options

মন্দির পর্যন্ত যাওয়ার জন্য একটি গীত।

120 আমি সমস্যায় পড়েছিলাম।
    সাহায্যের জন্য আমি প্রভুকে ডেকেছিলাম
    এবং তিনি আমায় উদ্ধার করেছেন!
“প্রভু, যারা আমার সম্পর্কে মিথ্যা বলেছে তাদের হাত থেকে আমায় রক্ষা করুন।
    ওই লোকগুলো যে কথাগুলো বলেছে তা সত্য নয়।”

মিথ্যাবাদীরা তোমরা কি জানো তোমরা কি পাবে?
    তোমরা কি জানো তোমরা কি লাভ করবে?
সৈনিকগণের তীক্ষ্ণ তীরসমুহ এবং জ্বলন্ত কয়লা দিয়ে তোমাদের শাস্তি দেওয়া হবে।

তোমরা মিথ্যাবাদী, তোমাদের কাছে বাস করা মেশকে বাস করার মতন।
    এটা যেন কেদরের তাবুঁতে বাস করার সমতুল্য।
যারা শান্তিকে ঘৃণা করে তেমন লোকদের সঙ্গে
    আমি দীর্ঘদিন বাস করেছি।
আমি বলেছি আমি শান্তি চাই,
    কিন্তু তারা যুদ্ধ চেয়েছে।