Add parallel Print Page Options

মন্দির পর্যন্ত যাওয়ার একটি গীত।

121 সাহায্যের জন্য আমি পাহাড়ের দিকে তাকিয়ে থাকি।
    কিন্তু প্রকৃতপক্ষে আমার সাহায্য কোথা থেকে আসবে?
আমার সাহায্য প্রভুর কাছ থেকে আসবে,
    যে প্রভু স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা।
ঈশ্বর তোমার পতন ঘটাতে দেবেন না।
    তোমার রক্ষাকর্তা ঘুমিয়ে পড়বেন না।
ইস্রায়েলের রক্ষাকর্তা কখনও ঘুমোন না।
    ঈশ্বর কখনও নিদ্রা যান না।
প্রভুই তোমার রক্ষাকর্তা।
    তাঁর মহৎ‌‌ শক্তি দিয়ে তিনি তোমায় রক্ষা করেন।
দিনের বেলায় সূর্য তোমায় আঘাত করতে পারে না।
    রাতের বেলায় চাঁদ তোমায় আঘাত করতে পারে না।
সকল বিপদ থেকে প্রভু তোমায় রক্ষা করবেন।
    প্রভু তোমার আত্মাকে রক্ষা করবেন।
যখনই তুমি আসবে এবং যাবে তখন প্রভু তোমায় সাহায্য করবেন।
    প্রভু তোমাকে এখন এবং চিরদিন সাহায্য করবেন!