Add parallel Print Page Options

মন্দির পর্যন্ত যাওয়ার জন্য দায়ূদের কাছ থেকে একটি গীত।

122 আমি প্রচণ্ড খুশী হয়েছিলাম যখন লোকে বলেছিলো,
    “চল আমরা প্রভুর মন্দিরে যাই।”
আমরা এখানে জেরুশালেমের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি।
এটা নতুন জেরুশালেম!
    একটা সংযুক্ত শহর হিসেবে এই শহর আবার গড়ে উঠেছে।
এটা সেই শহর যেখানে
    ঈশ্বরের লোকরা যায়।
প্রভুর নামের প্রশংসা করার জন্য ইস্রায়েলের লোকরা সেখানে যায়,
    ওরা সবাই প্রভুর পরিবারগোষ্ঠীর লোক।
দায়ূদের পরিবারের রাজগণ তাঁদের বিচারের সিংহাসন ঐখানেই স্থাপন করেছেন।
    লোকজনের বিচার করার জন্য তাঁরা তাঁদের সিংহাসন ঐখানে স্থাপন করেছেন।

জেরুশালেমের শান্তির জন্য প্রার্থনা কর:
    “আমি আশা করি যারা আপনাকে ভালোবাসে তারা ওখানে গিয়ে শান্তি পাবে।
    আমি আশা করি আপনার প্রাচীরের ভিতরে শান্তি থাকবে।
    আপনার প্রাসাদগুলি নিরাপদ থাকুক।”

আমার প্রতিবেশী এবং ভাইদের ভালোর জন্য আমি প্রার্থনা করি,
    সেখানে শান্তি থাকবে।
আমাদের প্রভুর মন্দিরের কল্যানের জন্য,
    এই শহরের ভাল কিছু হোক্ এই মানসে আমি প্রার্থনা করি।