Add parallel Print Page Options

মন্দির পর্যন্ত যাওয়ার একটি গীত।

123 হে ঈশ্বর, আমি আমার নয়ন যুগল ঊর্দ্ধে তুলি এবং আপনার কাছে প্রার্থনা করি।
    স্বর্গে আপনি রাজার মত বসেন।
দাসরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য
    তাদের মনিবের ওপর নির্ভর করে।
সেইভাবে আমরাও আমাদের প্রভু ঈশ্বরের ওপর নির্ভর করি।
    প্রভু আমাদের প্রতি ক্ষমা প্রদর্শন করবেন, এই প্রতীক্ষায় আমরা রয়েছি।
প্রভু, আমাদের প্রতি সদয় হোন,
    কারণ দীর্ঘদিন ধরে আমরা অপমানিত হয়ে এসেছি।
ঐসব অলস এবং উদ্ধত লোকদের কাছ থেকে
    আমরা যথেষ্ট অপমান ও নিন্দা পেয়েছি।