Add parallel Print Page Options

মন্দির পর্যন্ত যাওয়ার জন্য শলোমনের একটি গীত।

127 যদি প্রভু স্বয়ং একটি বাড়ী না তৈরী করেন,
    তাহলে নির্মাণকারীরা বৃথাই তাদের সময় নষ্ট করছে।
যদি প্রভু স্বয়ং শহরের নজরদারি না করেন
    তাহলে রক্ষী বৃথাই তার সময় নষ্ট করছে।

জীবিকার জন্য ভোরে ওঠা
    এবং অধিক রাত পর্যন্ত কাজ করা অবশ্যই সময়ের অপচয়।
ঈশ্বর যাদের ভালোবাসেন
    তাদের রাত্রে সুনিদ্রা দেন।

শিশুরা ঈশ্বরেরই উপহার। তারা হল মায়ের গর্ভ থেকে পাওয়া পুরস্কার।
একজন যুবকের ছেলেরা একজন সৈনিকের তূণের ভেতর থেকে বেরিয়ে আসা তীরের মত।
যে লোক তার তূণকে সন্তান দ্বারা পূর্ণ করে সে ধন্য হবে।
    সেই লোক কখনই পরাজিত হবে না নগরের ফটকগুলিতে, তার সন্তানরা তাকে তার শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ করবে।