Add parallel Print Page Options

মন্দির পর্যন্ত যাওয়ার একটি গীত।

128 প্রভুর প্রত্যেকটি অনুগামীই সুখী।
    ঈশ্বর যেভাবে চান তারা সেইভাবেই বাঁচে।

যার জন্য তুমি পরিশ্রম করছো তা তুমি উপভোগ করবে।
    তুমি সুখী হবে এবং তোমার ভাল হবে।
গৃহে তোমার স্ত্রী ফলদায়ী দ্রাক্ষালতার মতই হবে।
    তোমার সন্তানরা তোমার পোঁতা জলপাই গাছের মতই তোমার টেবিলের চারপাশে থাকবে।
এইভাবেই প্রভু তাঁর অনুগামীকে তাঁর প্রকৃত আশীর্বাদ দেবেন।
সিয়োন থেকে প্রভু তোমায় আশীর্বাদ করুন।
    সারা জীবন ধরে জেরুশালেমে তুমি তাঁর আশীর্বাদ উপভোগ কর।
তুমি যেন তোমার নাতি-নাতনিদের দেখার জন্য দীর্ঘ জীবন লাভ কর।

ইস্রায়েলের শান্তি বজায় থাকুক।