Add parallel Print Page Options

মন্দির পর্যন্ত যাওয়ার একটি গীত।

131 হে প্রভু, আমি অহঙ্কারী নই।
    আমি কোন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হবার ভান করি না।
এমন কি আমি বিরাট কিছু করবার চেষ্টাও করি না।
    আমি নিজেকে এমন কোন ব্যাপারে জড়াই না, যা খুব বড় ও আমার অসাধ্য।
আমি শান্ত, আমার আত্মা শান্ত।
    মায়ের কোলে পরিতৃপ্ত শিশুর মত
    আমার আত্মা শান্তিতে মগ্ন।

ইস্রায়েল (তুমি) প্রভুকে বিশ্বাস কর।
    তাঁকে এখন বিশ্বাস কর, তাঁকে চিরদিন বিশ্বাস কর!