Add parallel Print Page Options

পরিচালকের প্রতি: দায়ূদের একটি গীত।

14 একজন দুষ্ট নির্বোধ লোক মনে মনে বলে, “ঈশ্বর নেই।”
    এইসব লোকরা ভয়ঙ্কর ও দুষ্ট কাজকর্ম করে।
    তাদের মধ্যে একজনও নেই যে ভালো কাজ করে।

ওদের মধ্যে ঈশ্বরের সাহায্য কামনা করে
    এমন দেখবার জন্য প্রভু স্বর্গ থেকে
    লোকদের প্রতি লক্ষ্য রেখেছিলেন। (জ্ঞানী লোকরা সাহায্যের জন্য ঈশ্বরমুখী হয়।)
কিন্তু প্রত্যেকটি লোকই ঈশ্বরের থেকে বিমুখ হয়ে গেছে।
    সব লোকই, মন্দ লোকে পরিণত হয়েছে।
না, একটা লোকও ভালো কাজ করে নি!

মন্দ লোকরা আমার লোকদের বিনষ্ট করেছে।
    ওই সব মন্দ লোকরা ঈশ্বরকে চেনে না।
মন্দ লোকদের জন্য গলাধঃকরণ করার মত প্রচুর খাদ্য রয়েছে।
    এমনকি তারা প্রভুর উপাসনা পর্যন্ত করে না।
ঐসব মন্দ লোক, একজন দরিদ্র মানুষের কাছ থেকে উপদেশ শুনতে চায় না।
    কেন? কারণ ওই দরিদ্র লোকটি ঈশ্বরের ওপর নির্ভর করে।
কিন্তু ঈশ্বর তাঁর সৎ‌ লোকদের সঙ্গে থাকেন।
    সুতরাং মন্দ লোকদের ভয়ের অনেক কারণ আছে।

সিয়োন পর্বত থেকে কে ইস্রায়েলকে রক্ষা করে?
    তিনি স্বয়ং প্রভু যিনি ইস্রায়েলকে রক্ষা করেন!
প্রভু যখন আবার তাঁর লোকদের তাদের দেশ থেকে সমৃদ্ধশালী করেন,
    তখন যাকোবের পরিবার আনন্দ করুক।
    ইস্রায়েলের লোকেরা সুখী হোক্।[a]

Footnotes

  1. 14:7 প্রভু যখন … সুখী হোক্ অথবা প্রভুর লোকেদের তাদের দেশ থেকে জোর করে বন্দী হিসেবে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু প্রভু তাঁর লোকদের ফিরিয়ে আনবেন। তখন ইস্রায়েলের লোকরা খুব খুশী হবে।