Add parallel Print Page Options

দায়ূদের একটি মস্কীল। যখন তিনি গুহায় ছিলেন সেই সময় থেকে একটি প্রার্থনা।

142 আমি সাহায্যের জন্য প্রভুকে ডাকবো।
    আমি প্রভুর কাছে প্রার্থনা করবো।
আমি প্রভুকে আমার সব সংকটের কথা বলবো।
    আমি প্রভুকে আমার অসুবিধার কথা বলবো।
আমার শত্রুরা আমার জন্য একটা ফাঁদ পেতেছে।
    আমি সমর্পণ করতে প্রস্তুত।
    কিন্তু প্রভু জানেন আমার মধ্যে কি হচ্ছে।

আমি চারদিকে দেখি,
    কিন্তু আমি আমার কোন বন্ধু দেখি না।
আমার পালানোর কোন জায়গা নেই।
    কেউ আমাকে রক্ষা করার চেষ্টা করে না।
তাই আমি প্রভুর কাছে উচ্চস্বরে সাহায্য প্রার্থনা করেছিলাম।
    “প্রভু, আপনিই আমার নিরাপদ আশ্রয়স্থল।
    প্রভু আপনিই আমায় বাঁচতে দিতে পারেন।”
হে প্রভু, আমার প্রার্থনা শুনুন
    কারণ আমি অসহায়।
যারা আমায় তাড়া করে তাদের হাত থেকে আমায় রক্ষা করুন।
    ওই লোকগুলো আমার পক্ষে প্রচণ্ড শক্তিশালী।
আমাকে এই ফাঁদ এড়িয়ে যেতে সাহায্য করুন
    যাতে আমি আপনার নামের প্রশংসা করতে পারি।
এবং ভালো লোকরা এসে আমার সঙ্গে উদ্‌যাপন করবে,
    কারণ আপনি আমায় প্রযত্নে রেখেছিলেন।