Add parallel Print Page Options

দায়ূদের প্রশংসা গীতের অন্যতম।

143 প্রভু, আমার প্রার্থনা শুনুন।
    এবং তারপর আমার প্রার্থনার উত্তর দিন।
    আমাকে দেখান যে সত্যিই আপনি কত মঙ্গলকর ও বিশ্বস্ত।
আমি আপনার দাস, আমাকে বিচার করবেন না।
    কারণ কোন জীবিত ব্যক্তি আপনার সামনে কখনই নির্দোষ বলে বিবেচিত হতে পারে না।
    সারা জীবন ধরে আমি কি কখনও নিষ্পাপ বলে বিবেচিত হব।
কিন্তু শত্রুরা আমায় তাড়া করেছে।
    তারা আমার জীবনকে ভেঙে গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে।
দীর্ঘদিন আগে মরে যাওয়া লোকের মত
    ওরা আমাকে অন্ধকার কবরে ঠেলে দিচ্ছে।
আমি ত্যাগ করতে প্রস্তুত।
    আমি আমার সাহস হারিয়ে ফেলেছি।
কিন্তু দীর্ঘকাল আগে কি ঘটেছিলো আমার তা মনে আছে।
    বহু বিষয়, যেগুলো আপনি করেছিলেন তার সম্বন্ধে আমি ভাবি।
    আপনার বিপুল ক্ষমতা দিয়ে আপনি যা করেছিলেন সে সম্পর্কে আমি বলে থাকি।
প্রভু, আমার দু হাত তুলে আপনার কাছে প্রার্থনা করি,
    যেমন করে শুকনো জমি বৃষ্টির প্রতীক্ষা করে তেমন করে আমি আপনার সাহায্যের প্রতীক্ষা করি।

শীঘ্রই আমাকে উত্তর দিন প্রভু।
    আমি সাহস হারিয়েছি।
আমার থেকে বিমুখ হবেন না।
    কবরে শুয়ে থাকা মৃত লোকের মত আমাকে মৃত হতে দেবেন না।
প্রভু আজকের সকালে আমাকে আপনার প্রকৃত প্রেম প্রদর্শন করুন।
    আমি আপনাতে বিশ্বাস রাখি।
আমার যা করণীয় তা আমায় দেখান।
    আমি আমার জীবন আপনার হাতে সমর্পণ করছি!
প্রভু আমি নিরাপত্তার জন্য আপনার কাছে এসেছি।
    শত্রুদের থেকে আমায় রক্ষা করুন।
10 আমাকে দিয়ে আপনি কি করাতে চান তা আমায় দেখান।
    আপনি আমার ঈশ্বর।
আপনার মহৎ‌‌ উদ্দীপনা দিয়ে
    আমায় সঠিক পথে এগিয়ে দিন।
11 প্রভু আমাকে বাঁচতে দিন,
    তাহলে লোকে আপনার নামের প্রশংসা করবে।
আপনি যে প্রকৃতই মঙ্গলকর তা আমায় দেখান
    এবং শত্রুদের থেকে আমায় রক্ষা করুন।
12 হে প্রভু, আপনার প্রকৃত প্রেম প্রদর্শন করুন
    এবং যারা আমায় মেরে ফেলতে চাইছে সেই শত্রুদের হাত থেকে আমায় রক্ষা করুন।
তাদের পরাজিত করুন
    এবং তাদের ধ্বংস করুন।