Add parallel Print Page Options

দায়ূদের একটি মিকতাম।

16 হে ঈশ্বর, আমায় রক্ষা করুন।
    কারণ আমি আপনার ওপর নির্ভর করি।
আমি প্রভুকে বলেছিলাম,
    “প্রভু, আপনিই আমার সদাপ্রভু।
    যা কিছু ভালো জিনিস এখন আমার আছে তা আপনার কাছ থেকেই এসেছে।”
পৃথিবীতে তাঁর অনুচরদের জন্য প্রভু বিস্ময়কর কাজ করেন।
    প্রভু দেখিয়ে দেন যে প্রকৃতই তিনি ঐসব লোকেদের ভালোবাসেন।

কিন্তু যারা অন্যান্য দেবতার পূজা করতে ছুটে যায় তারা অনেক যন্ত্রণায় পড়বে।
    যে রক্ত তারা ঐসব দেবমূর্ত্তিতে উৎসর্গ করে, আমি সেই উৎসর্গের সামিল হব না।
    এমনকি আমি ঐসব দেবমূর্ত্তির নামও উচ্চারণ করবো না।
না, আমার ভাগের অংশ, আমার পানপাত্র প্রভুর কাছ থেকে আসে।
    প্রভু আপনি আমায় সহায়তা দিয়েছেন।
    আপনি আমায় আমার অংশ দিয়েছেন।
আমার অংশটুকু অবশ্যই চমৎ‌‌কার।
    আমার উত্তরাধিকার সত্যিই সুন্দর।
আমি প্রভুর প্রশংসা করি, কারণ তিনি আমায় উত্তমরূপে শিক্ষাদান করেছেন।
    এমনকি নিশাকালে, তাঁর নির্দেশসমূহ তিনি আমার অন্তরের গভীরে রেখে যান।

আমি সর্বদাই প্রভুকে আমার সামনে রাখি।
    আমি কখনই তাঁর দক্ষিণ পাশ ছেড়ে যাবো না।
তাই, আমার হৃদয় এবং আত্মা অত্যন্ত খুশী হবে।
    আমার দেহও নিরাপদে বেঁচে থাকবে।
10 কেন? কারণ হে প্রভু পাতালে আপনি আমার আত্মা ছেড়ে চলে যাবেন না।
    আপনার বিশ্বস্ত জনকে আপনি কবরে পচতে দেবেন না।
11 আপনি আমাকে বাঁচার প্রকৃত পথ সম্পর্কে শিক্ষা প্রদান করবেন।
    হে প্রভু, শুধুমাত্র আপনার সঙ্গে থাকলেই জীবনের চরম শান্তি লাভ হবে।
    আপনার ডানদিকে থাকতে পারলেই চিরন্তন সুখ আসবে।