Add parallel Print Page Options

দায়ূদের একটি গীত।

26 প্রভু, আমার বিচার করুন। আমি যে সৎ‌ পথে জীবনযাপন করেছি তা প্রমাণ করে দিন।
    আমি কখনও প্রভুতে আস্থা রাখা থেকে বিরত হই নি।
প্রভু আমায় পরীক্ষা করুন,
    আমার হৃদয় ও মনকে খুব ভালোভাবে দেখুন।
আমি সর্বদাই আপনার কোমল ভালোবাসা দেখতে পাই।
    আপনার সত্যে আমি বাঁচি।
আমি মিথ্যাবাদী ও কপটাচারীদের সঙ্গে নিজেকে যুক্ত করি না।
    আমি ঐসব অকেজো লোকদের সঙ্গে সংশ্লিষ্ট হই না।
ঐসব অপরাধীদের দলগুলিকে আমি ঘৃণা করি।
    ঐসব শয়তানদের দলে আমি যোগ দেবো না।

হে প্রভু আমি যে নিস্পাপ তা দেখাতে
    এবং আপনার যজ্ঞবেদীতে যাওয়ার জন্য আমি আমার হাত ধুই।
প্রভু আমি আপনার প্রশংসা গান গাই।
    আপনার সৃষ্টিকরা আশ্চর্য বিষয় সম্পর্কে আমি গান গাই।
প্রভু আমি আপনার মন্দিরকে ভালোবাসি।
    আমি আপনার মহিমাময় তাঁবু ভালোবাসি।

প্রভু আমাকে ঐসব পাপীদের দলভুক্ত করবেন না।
    ঐসব খুনীদের সঙ্গে আমার জীবন গ্রহণ করবেন না।
10 ঐ লোকগুলো সব সময় অন্যদের প্রতারিত করে।
    খারাপ কাজ করার জন্য ওরা সর্বদাই উৎ‌কোচ নিতে প্রস্তুত।
11 কিন্তু আমি নির্দোষ।
    তাই হে ঈশ্বর, আমার প্রতি সদয় হোন এবং আমায় রক্ষা করুন।
12 সব বিপদ থেকে আমি সুরক্ষিত।
    হে প্রভু, আমি আপনার মণ্ডলীগণের সামনে আপনার প্রশংসা করি।