Add parallel Print Page Options

দায়ূদের একটি গীত যখন থেকে তিনি তাঁর পুত্র অবশালোমের কাছ থেকে পালিয়ে গিয়েছিলেন।

প্রভু, আমার অসংখ্য শত্রু।
    বহু লোক আমার বিরুদ্ধে চলে গেছে।
বহু লোক আমার বিরুদ্ধে মন্দ কথা বলছে।
    তারা বলছে, “ঈশ্বর ওকে রক্ষা করবেন না!”

কিন্তু হে প্রভু, আপনিই আমার ঢালস্বরূপ।
    আপনি আমার গৌরব।
    প্রভু আপনি আমাকে গুরুত্বপূর্ণ করেছেন![a]

আমি প্রভুর কাছে প্রার্থনা করবো।
    পবিত্র পর্বত থেকে তিনি আমার ডাকে সাড়া দেবেন!

আমি শুয়ে পড়ি এবং বিশ্রাম নিই এবং আমি জানি, আবার আমি জেগে উঠবো।
    কেন? কারণ প্রভু আমায় আবৃত করে থাকেন। প্রভু আমায় রক্ষা করেন!
যদি হাজার সৈন্যও আমায় ঘিরে ফেলে,
    আমি ঐ শত্রুদের ভয়ে ভীত হব না!

প্রভু, উঠে দাঁড়ান।[b]
    হে আমার ঈশ্বর, আপনি এসে আমায় উদ্ধার করুন!
আপনি অসীম শক্তির অধিকারী!
    আমার শত্রুদের চোয়ালে আপনি যদি আঘাত করেন
    আপনি তাদের সবকটা দাঁতই ভেঙে দেবেন।

হে প্রভু, আপনার জয়!
    এবং আপনার আশীর্বাদ রয়েছে আপনার লোকদের ওপর।

Footnotes

  1. 3:3 প্রভু … করেছেন আক্ষরিক অর্থে, “আপনি আমার মহিমা, সেই জন যিনি আমার মাথা তুলে ধরেন।”
  2. 3:7 প্রভু … দাঁড়ান লোকরা যখন সাক্ষ্যসিন্দুকটি তুলত এবং তাদের সঙ্গে যুদ্ধে নিয়ে যেত তখন এই কথাটি বলত। এর দ্বারা বোঝা যেত যে ঈশ্বর তাদের সঙ্গে ছিলেন। দ্রষ্টব্য গণনা 10:35-36