Add parallel Print Page Options

43 হে ঈশ্বর, একজন লোক আছে যে আপনার একনিষ্ঠ ভক্ত নয়।
সে লোক অত্যন্ত ঠগ ও মিথ্যাবাদী।
হে ঈশ্বর, আমাকে ঐ লোকটার হাত থেকে রক্ষা করুন!
আমাকে প্রতিরক্ষা করুন এবং প্রমাণ করে দিন যে আমি নির্দোষ।
ঈশ্বর, আপনিই আমার দূর্গস্বরূপ!
    প্রভু, কেন আপনি আমায় ত্যাগ করে গেছেন?
কেন আমি আমার পীড়নকারী
    শত্রুর হাতে এত বিপর্যস্ত হবো?
হে ঈশ্বর, আপনার সত্য এবং আলো আমার ওপর বিকীর্ণ হোক্।
    আপনার আলো ও সত্য আমায় পথ দেখাবে।
ঐগুলো আমায় আপনার পবিত্র পর্বতে নিয়ে যাবে।
    ঐগুলো আমাকে আপনার গৃহের পথ দেখাবে।
আমি ঈশ্বরের বেদীর কাছে যাবো।
    আমি সেই ঈশ্বরের কাছে যাবো, যিনি আমায় এত সুখী করেছেন।
ঈশ্বর, হে আমার ঈশ্বর,
    আমি বীণা বাজিয়ে আপনার প্রশংসা করবো।

কেন আমি এত দুঃখিত?
    কেন আমি এত অবসন্ন?
আমার ঈশ্বরের সাহায্যের জন্য প্রতীক্ষা করা উচিৎ‌।
    আমি তবুও প্রভুর প্রশংসা করবার একটা সুযোগ পাব।
    তিনি আমায় রক্ষা করবেন!