Add parallel Print Page Options

পরিচালকের প্রতি: মহলৎ‌ এর ওপর দায়ূদের একটি মস্কীল।

53 একমাত্র বোকারা ভাবে ঈশ্বর বলে কিছু নেই।
    এই ধরণের লোকরা দুর্নীতিগ্রস্ত, দুর্জন এবং ক্ষতিকর,
    ওরা ভাল কিছু করে না।
প্রকৃতপক্ষে একজন ঈশ্বর আছেন
    যিনি স্বর্গ থেকে আমাদের লক্ষ্য করছেন।
    ঈশ্বর সেইসব জ্ঞানী মানুষের খোঁজ করছেন যারা ঈশ্বরের খোঁজ করে!
কিন্তু প্রত্যেকে ঈশ্বরের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে।
    প্রত্যেকটি লোকই খারাপ।
কেউ ভাল কিছু করে না।
    না, একটা লোকও না।

ঈশ্বর বলেন, “ওই সব মন্দ লোকরা নিশ্চয় জানে সত্য কী!
    কিন্তু ওরা আমার কাছে প্রার্থনা করে না।
    দুষ্ট লোকরা এমনভাবে আমার লোকদের গ্রাস করে যেন ওরা খাবার খাচ্ছে।”

ঐসব মন্দ লোক এমন আতঙ্কিত হবে, যে আতঙ্কের অভিজ্ঞতা ওদের আগে কখনও হয় নি!
    ঐ মন্দ লোকরা ইস্রায়েলের শত্রু।
ঈশ্বর ঐ মন্দ লোকদের বাতিল করে দিয়েছেন।
    তাই ঈশ্বরের লোকরা ওদের পরাজিত করবে এবং ওদের হাড়গুলো ঈশ্বর দ্বারা ছিন্নভিন্ন হবে।

ঈশ্বর, ইস্রায়েলের জন্য
    সিয়োন পর্বতে জয় নিয়ে আসুন!
ঈশ্বর যখন তাঁর লোকদের নির্বাসন থেকে ফিরিয়ে আনবেন
    তখন যাকোবের লোকরা যেন আনন্দ করে।