Add parallel Print Page Options

পরিচালকের প্রতি: শমীনীৎ‌সহ তারবাদ্যে গাইবার জন্য দায়ূদের একটি গীত।

হে প্রভু, ক্রুদ্ধ অবস্থায় আমাকে সংশোধন করবেন না।
    মহাক্রোধে আমাকে শাস্তি দেবেন না।
প্রভু, আমার প্রতি সদয় হোন,
    আমি দুর্বল এবং অসুস্থ।
আমায় সুস্থ করে দিন
    কারণ আমার হাড়গুলো নড়বড় করছে।
    প্রভু আমার সারা দেহ টল্মল্ করছে।
প্রভু সুস্থ হতে আমার আর কতদিন লাগবে?
প্রভু ফিরে আসুন এবং আবার আমাকে শক্তিশালী এবং সবল করে দিন।
    আপনার দয়াগুনে আমাকে পরিত্রাণ করুন।
মৃত লোকরা তাদের কবরে আপনাকে স্মরণ করে না।
    মানুষ মৃত্যুর মুখে এসেও আপনার প্রশংসা করে না।
    তাই আমায় সুস্থ করে দিন!

হে প্রভু, সারা রাত ধরে প্রার্থনা করে
    আমি নিজেকে ক্ষয় করেছি।
আমার চোখের জলে
    আমার বিছানা ভিজে গেছে।
আমার শত্রুরা আমাকে যা দুঃখ দিয়েছে
    তার দরুণ কেঁদে কেঁদে আমার চোখ দুর্বল হয়ে গেছে।

মন্দ লোকরা, তোমরা চলে যাও।
    কেন? কারণ প্রভু আমার কান্না শুনেছেন।
প্রভু আমার মিনতি শুনেছেন।
প্রভু আমার প্রার্থনা গ্রহণ করেছেন এবং আমায় উত্তর দিয়েছেন।

10 আমার সকল শত্রু হতাশ এবং নিরাশ হবে।
    হঠাৎ‌‌ একটা কিছু ঘটবে এবং ঐসব শত্রুরা লজ্জায় চলে যাবে।