Add parallel Print Page Options

সঙ্গীত পরিচালকের প্রতি: একটি প্রশংসা গীত।

66 সমগ্র পৃথিবী উচ্চ স্বরে ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দধ্বনি কর!
তাঁর মহিমাময় নামের প্রশংসা কর!
    প্রশংসা গান গেয়ে তাঁর নামের সম্মান কর!
ঈশ্বরকে বল তাঁর কীর্তিগুলি কি অনবদ্য!
    হে ঈশ্বর, আপনার পরাক্রমের মহত্বে আপনার শত্রুরা তাদের মাথা আপনার কাছে অবনত করে; ওরা আপনার ভয়ে ভীত!
সারা পৃথিবী যেন আপনার উপাসনা করে।
    প্রত্যেকে যেন আপনার নামের প্রশংসা করে।

ঈশ্বর যা যা করেছেন তার দিকে দেখ!
    এইসব জিনিস আমাদের বিস্ময় বিহ্বল করে।
ঈশ্বর, সমুদ্রকে শুষ্ক ভূমিতে পরিণত করেছেন।
    আনন্দে উল্লাস করতে করতে
    তাঁর লোকরা নদী হেঁটে পারাপার করেছে।
ঈশ্বর, তাঁর পরাক্রমে পৃথিবী শাসন করছেন।
    সর্বত্রই তিনি লোকের ওপর নজর রাখছেন।
    কেউই তাঁর বিরুদ্ধে বিদ্রোহী হতে পারবে না।

হে জনগণ, আমাদের ঈশ্বরের প্রশংসা কর।
    তাঁর কাছে উচ্চস্বরে প্রশংসা গান গাও।
ঈশ্বর আমাদের জীবন দিয়েছেন।
    ঈশ্বর আমাদের রক্ষা করেন।
10 মানুষ যেমন করে আগুনে রূপো পরীক্ষা করে, তেমন করে ঈশ্বর আমাদের পরীক্ষা করেছেন।
11 ঈশ্বর, আপনি আমাদের ফাঁদে ফেলেছেন।
    আপনি আমাদের ওপর ভারি বোঝা চাপিয়েছেন।
12 আপনি আমাদের শত্রুদের আমাদের অতিক্রম করতে দিয়েছেন।
    আগুন ও জলের ভেতর দিয়ে আপনি আমাদের টেনে-হিঁচড়ে নিয়ে গেছেন।
    কিন্তু আপনি আমাদের নিরাপদ স্থানে নিয়ে এসেছেন।
13-14 তাই আমি আপনার মন্দিরে বলি নিয়ে যাবো।
যখন আমি সংকটের মধ্যে ছিলাম আমি আপনার সাহায্য চেয়েছিলাম।
    আমি আপনার কাছে অনেক প্রতিশ্রুতি করেছিলাম।
যা আমি প্রতিশ্রুতি করেছিলাম, এখন তা আমি আপনাকে দিচ্ছি।
15     আমি আপনার কাছে পাপমোচনের নৈবেদ্য উৎসর্গ করি।
    আমি আপনাকে মেষসহ ধূপ উৎসর্গ করি।
    আমি আপনাকে ছাগল ও ষাঁড়সমূহ উৎসর্গ করি।

16 তোমরা যারা ঈশ্বরের উপাসনা করছ তারা আমার কাছে এসো,
    আমি তোমাদের বলবো ঈশ্বর আমার জন্য কি করেছেন।
17-18 আমি তাঁর কাছে প্রার্থনা করেছিলাম,
    আমি তাঁর প্রশংসা করেছিলাম।
আমার হৃদয় নির্মল ছিল
    তাই আমার প্রভু আমার কথা শুনেছেন।
19 ঈশ্বর আমার কথা শুনেছেন।
    ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন।
20 ঈশ্বরের প্রশংসা কর!
    ঈশ্বর আমার দিক থেকে বিমুখ হন নি, তিনি আমার প্রার্থনা শুনেছেন।
    আমার প্রতি তিনি তাঁর ভালোবাসা দেখিয়েছেন!