Add parallel Print Page Options

সঙ্গীত পরিচালকের প্রতি: বাদ্যযন্ত্রসহ একটি প্রশংসা গীত।

67 হে ঈশ্বর, আমাদের কৃপা করুন এবং আশীর্বাদ করুন।
    অনুগ্রহ করে আমাদের গ্রহণ করুন!

হে ঈশ্বর, পৃথিবীর সমস্ত লোক যেন আপনার সম্পর্কে জানতে পারে।
    প্রত্যেকটা জাতি যেন দেখতে পায় কেমন করে আপনি মানুষকে বাঁচান।
হে ঈশ্বর, লোকরা যেন আপনার প্রশংসা করে!
    যেন সমস্ত লোক আপনার প্রশংসা করে।
সমস্ত জাতি আহ্লাদিত হয়ে আনন্দ উপভোগ করুন! কেন?
    কারণ আপনি ন্যায়সঙ্গতভাবে লোকের বিচার করেন।
    এবং আপনি প্রত্যেকটি জাতিকে শাসন করেন।
হে ঈশ্বর, লোকরা যেন আপনার প্রশংসা করে!
    সকল লোক যেন আপনার প্রশংসা করে।
হে ঈশ্বর, আমাদের ঈশ্বর, আমাদের আশীর্বাদ করুন।
    আমাদের জমি যেন আমাদের ভাল আবাদ দেয়।
ঈশ্বর যেন আমাদের আশীর্বাদ করেন।
    পৃথিবীর সমস্ত লোক যেন ঈশ্বরকে ভয় ও শ্রদ্ধা করে।