Add parallel Print Page Options

পরিচালকের প্রতি: গিত্তীৎ‌ সহযোগে দায়ূদের একটি গীত।

হে প্রভু, আমাদের সদাপ্রভু, সারা পৃথিবীতে আপনার নামই সব থেকে মহিমান্বিত!
    আপনার নাম স্বর্গলোক জুড়ে আপনার প্রশংসা এনে দেয়।

শিশু ও দুগ্ধপোষ্যদের মুখ থেকে আপনার প্রশংসা গীত বেরিয়ে আসে।
    আপনার শত্রুদের নীরব করে দেওয়ার জন্য আপনি ওদের মুখে এইসব শক্তিশালী গান দিয়েছেন।

আপনি নিজের হাত দিয়ে যে স্বর্গ সৃষ্টি করেছেন তার দিকে চেয়ে দেখি।
    আপনার সৃষ্টি করা চাঁদ এবং তারা দেখি এবং আমি বিস্মিত হই।
“লোকরা আপনার কাছে এত গুরুত্বপূর্ণ কেন?
    কেন আপনি তাদের কথা স্মরণ করেন?
কেন লোকরা আপনার কাছে এত গুরুত্বপূর্ণ?
    আপনি তাদের দিকে তাকিয়েই বা দেখেন কেন?”

কিন্তু মানুষ আপনার কাছে গুরুত্বপূর্ণ!
    আপনি মানুষকে প্রায় দেবতার মত করেই বানিয়েছেন।
    এবং গৌরব ও সম্মান দিয়ে আপনি মানুষকে মহিমান্বিত করেছেন।
আপনি যা যা সৃষ্টি করেছেন তার দায়িত্ব আপনি মানুষের হাতেই দিয়েছেন।
    সব কিছুই আপনি মানুষের নিয়ন্ত্রণে রেখেছেন।
মেষ, গবাদিপশু সহ অন্যান্য বন্য জন্তুদের ওপরে মানুষ কর্ত্তৃত্ব করেছে।
আকাশের পাখী
    ও জলের মাছের ওপর কর্ত্তৃত্ব করেছে।
হে প্রভু, আমাদের সদাপ্রভু, সমগ্র বিশ্বে আপনার নামই সব থেকে মহিমান্বিত।