Add parallel Print Page Options

কোরহ পরিবার থেকে একটি প্রশংসা গীত।

87 জেরুশালেমের পবিত্র পাহাড়ে ঈশ্বর তাঁর মন্দির নির্মাণ করেছেন।
    ইস্রায়েলের যে কোন জায়গার চেয়ে সিয়োনের ফটকগুলোকে ঈশ্বর অনেক বেশী ভালোবাসেন।
হে ঈশ্বরের নগরী, লোকে তোমার সম্পর্কে বিস্ময়কর কথা বলে।

ঈশ্বর তাঁর সব লোকের তালিকা রাখেন, ওদের মধ্যে কিছু লোক মিশর ও বাবিলে বাস করে।
    ওদের মধ্যে কিছু লোক পলেষ্টীয়, সোর ও কূশ দেশে জন্মগ্রহণ করেছিলো।
যারা সিয়োনে জন্মেছে,
    তাদের প্রত্যেককে ঈশ্বর চেনেন।
    পরাৎ‌‌পর এই নগর নির্মাণ করেছেন।
ঈশ্বর, তাঁর সব লোকদের তালিকা রেখেছেন।
    প্রত্যেকটি লোক কোথায় জন্মেছে তা ঈশ্বর জানেন।

ঈশ্বরের লোকরা বিশেষ ছুটি উদ্‌যাপন করতে জেরুশালেমে যায়।
    ওরা প্রচণ্ড সুখী, ওরা নাচছে এবং গাইছে।
    ওরা বলে, “জেরুশালেম থেকেই সব ভালো জিনিস আসে।”