Add parallel Print Page Options

99 প্রভুই রাজা।
    তাই জাতিগুলোকে ভয়ে কাঁপতে দাও।
করূব দূতদের ওপরে ঈশ্বর একজন রাজার মত বসেন।
    তাই পৃথিবীকে ভয়ে কেঁপে উঠতে দাও।
সিয়োনে প্রভু মহান!
    সমগ্র জাতির ওপরে তিনি একজন মহান নেতা।
সমস্ত লোক আপনার প্রশংসা করুক।
    ঈশ্বরের নাম ভীতিপ্রদ।
    ঈশ্বরই পবিত্র।
শক্তিশালী রাজা ন্যায় বিচার পছন্দ করে।
    ঈশ্বর, আপনিই ধার্ম্মিকতা সৃষ্টি করেছেন।
    আপনিই যাকোবকে ধার্ম্মিকতা এবং ন্যায়নীতি দিয়েছিলেন।
আমাদের প্রভু ঈশ্বরের প্রশংসা কর
    এবং তাঁর পবিত্র পাদপীঠে[a] উপাসনা কর।
মোশি ও হারোণ তাঁর বহু যাজকদের মধ্যে দু’জন
    এবং শমূয়েলও তাঁর নাম উচ্চারণকারীদের একজন।
ওরা প্রভুর কাছে প্রার্থনা করেছিলো
    এবং প্রভু ওদের উত্তর দিয়েছেন।
দীর্ঘ মেঘের ভেতর থেকে ঈশ্বর কথা বলেছেন।
    ওরাও তাঁর আজ্ঞাগুলো পালন করেছিল।
    ঈশ্বর ওদের বিধি প্রদান করেছিলেন।
প্রভু, আমাদের ঈশ্বর, আপনি ওদের প্রার্থনার উত্তর দিয়েছিলেন।
    আপনি ওদের দেখিয়েছেন যে আপনিই ক্ষমাশীল ঈশ্বর
    এবং মানুষ মন্দ কাজ করে বলে আপনি মানুষকে শাস্তি দেন।
আমাদের প্রভু ঈশ্বরের প্রশংসা কর।
    তাঁর পবিত্র পর্বতের দিকে মাথা নত কর এবং তাঁর উপাসনা কর।
    প্রভু আমাদের ঈশ্বর, সত্যিই পবিত্র!

Footnotes

  1. 99:5 পাদপীঠ এর অর্থ সম্ভবতঃ মন্দির।