Add parallel Print Page Options

নীনবী ধ্বংস হবে

একজন শত্রু তোমাকে আক্রমণ করার জন্য আসছে।
    সেজন্য তোমার শহরের শক্ত জায়গাগুলিকে পাহারা দাও।
    রাস্তায় নজর রাখো।
যুদ্ধের জন্য তৈরী হও।
    সংগ্রামের জন্য প্রস্তুত হও!
হ্যাঁ, প্রভু যাকোবের মাহাত্ম্য পাল্টে দেবেন।
    তার শ্রী ইস্রায়েলের মতোই হবে।
শত্রুরা তাদের ধ্বংস করেছে
    এবং তাদের দ্রাক্ষা ক্ষেতগুলি ধ্বংস করেছে।

ঐসব সৈন্যদের বর্মগুলো লাল।
    তাদের উর্দিগুলো উজ্জ্বল লাল।
তাদের রথগুলো যুদ্ধের জন্য সারি দিয়ে দাঁড়িয়ে আছে
    এবং আগুনের শিখার মতো চক্চক্ করছে
    এবং তাদের ঘোড়াগুলো যাবার জন্য প্রস্তুত।
রথগুলো রাস্তার ওপর উন্মত্তের মত এগোচ্ছে।
    প্রশস্ত জায়গায় তারা হুড়োহুড়ি করে সামনে পেছনে যাচ্ছে।
তাদের জ্বলন্ত মশালের মতো চক্চকে দেখাচ্ছে।
    এক জায়গা থেকে আর এক জায়গায় বিদ্যুতের মতো ঝলসে উঠছে!

শত্রু পক্ষ তার সব থেকে ভালো সৈন্যদের ডাকছে।
    কিন্তু দৌড়ে যেতে গিয়ে তারা হোঁচট খাচ্ছে।
তারা প্রাচীরের দিকে দৌড়ে যাচ্ছে
    এবং অবরোধ যন্ত্র বসাচ্ছে।
কিন্তু নদীর ধারের দরজাগুলো খোলা রয়েছে
    এবং শত্রুরা এর মধ্যে দিয়ে বন্যার মত প্রবেশ করে রাজার বাড়ী ধ্বংস করছে।
শত্রুরা রাণীকে নিয়ে চলে যাচ্ছিল।
    তার ক্রীতদাসীরা ঘুঘু পাখীর মত দুঃখে বিলাপ করছিলো।
    দুঃখ বোঝাবার জন্য তারা তাদের বুক চাপড়াচ্ছিল।

নীনবীর অবস্থা জলাশয়ের মত,
    যার জল নর্দমা দিয়ে বয়ে চলে যাচ্ছে।
জনসাধারণ তীব্রস্বরে গর্জন করছে, “থামো! পালিয়ে যেও না!”
    কিন্তু তাতে কোন ভালো ফল হচ্ছে না।

সৈন্যরা, তোমরা যারা নীনবী ধ্বংস করেছো,
    তোমরা রূপো নিয়ে যাও!
সোনা নিয়ে যাও!
    নেবার অনেক কিছু আছে।
    এখানে অনেক সম্পদ আছে।
10 এখন নীনবী শূন্য।
    সব জিনিষই চুরি হয়ে গেছে।
    শহরটি ধ্বংস হয়েছে।
জনসাধারণ তাদের সাহস হারিয়েছে।
    তাদের হৃদয় ভয়ে গলে যাচ্ছে,
তাদের হাঁটুগুলো ঠক্-ঠক্ শব্দে কাঁপছে।
    তাদের শরীর কাঁপছে,
    তাদের মুখ ভয়ে সাদা হয়ে গেছে।

11 সিংহের গুহাস্বরূপ নীনবী এখন কোথায়
    যেখানে পুরুষ এবং স্ত্রী-সিংহরা থাকত?
    তাদের শিশুরা ভয় পেত না।
12 সিংহ (নীনবীর রাজা) তার বাচ্চাদের
    এবং সিংহকে খাওয়াবার জন্য বহু লোক হত্যা করেছে।
সে তার গুহা (নীনবী) মনুষ্যদেহ দিয়ে ভরে দিয়েছিল।
    যে নারীদের সে হত্যা করেছিল তাদের দেহগুলি দিয়ে তার গুহা পূর্ণ করেছে।

13 সর্বশক্তিমান প্রভু বলেছেন,
    “নীনবী, আমি তোমার বিরূদ্ধে!
আমি তোমার রথগুলোকে জ্বালিয়ে দেব।
    যুদ্ধে আমি তোমার ‘সিংহ শাবকদের’ মেরে ফেলব।
    তুমি পৃথিবীতে কাউকে শিকার করতে সমর্থ হবে না।
লোকরা আর কখনোই তোমার দূতদের কাছ থেকে
    কোন খারাপ খবর শুনবে না।”