মীখা 4
Bengali: পবিত্র বাইবেল
জেরুশালেম থেকেই বিধি আসবে
4 শেষের দিনগুলোতে, প্রভুর মন্দিরের পর্বতটি অন্য
আর সমস্ত পর্বতের চেয়ে উঁচু হয়ে উঠবে।
প্রবাহের মত সেখানে অনেক লোক যেতে থাকবে।
2 সমস্ত জাতির লোকেরা সেখানে যাবে এবং বলবে,
“এসো! চলো যাকোবের ঈশ্বরের মন্দিরে যাওয়া যাক।
তখন ঈশ্বর তাঁর জীবনযাপনের শিক্ষা আমাদের দেবেন
এবং আমরা তাঁকে অনুসরণ করব।”
ঈশ্বরের বিধিগুলি, হ্যাঁ, প্রভুর বার্তা জেরুশালেমে সিয়োন পর্বতের ওপরেই শুরু হবে
এবং পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে যাবে।
3 তখন ঈশ্বর সমগ্র জাতির বিচার হবেন।
তিনি দূর দেশের বহু মানুষের যুক্তি-তর্কের সমাপ্তি ঘটবেন।
ওই লোকরা যুদ্ধের জন্য অস্ত্র ব্যবহার করা বন্ধ করবে।
তারা তাদের তরবারি থেকে লাঙ্গল তৈরী করবে
এবং বল্লমগুলিকে গাছপালা কাটার অস্ত্র হিসাবে ব্যবহার করবে।
লোকরা অন্যের সঙ্গে লড়াই করা বন্ধ করবে
আর কখনই যুদ্ধের জন্য অনুশীলন করবে না।
4 প্রত্যেকটি লোক তার দ্রাক্ষা এবং ডুমুর গাছের নীচে বসবে।
কেউ তাদের ভয় দেখাবে না।
কেন? কারণ, সর্বশক্তিমান প্রভু বলেছেন এমনটাই ঘটবে!
5 অন্যান্য সব জাতির লোক তাদের নিজের নিজের দেবতাকে অনুসরণ করে;
কিন্তু আমরা আমাদের প্রভু ঈশ্বরকে চিরকাল, অনন্তকাল ধরে অনুসরণ করব!
রাজ্যকে ফিরিয়ে আনতে হবে
6 প্রভু বললেন,
“জেরুশালেম আঘাত পেয়েছিল এবং পঙ্গু হয়ে গিয়েছিল।
জেরুশালেমকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল।
জেরুশালেমকে আঘাত করা হয়েছিল
এবং পঙ্গু করে দেওয়া হয়েছিল;
কিন্তু আমি তাকে আমার কাছে ফিরিয়ে আনবো।
7 “ঐ ‘পঙ্গু’ শহরের
লোকেরাই অবশিষ্ট থাকবে।
ওই শহরের লোকদের জোর করে শহর ছেড়ে যেতে বাধ্য করা হয়েছিল;
কিন্তু আমি তাদের একটি শক্তিশালী জাতিতে পরিণত করব।”
প্রভুই তাদের রাজা হবেন।
তিনি সিয়োন পর্বত থেকে চিরকাল তাদের শাসন করবেন।
8 তোমরা, যারা পালকসকলের দূর্গ,[a]
তোমাদের সময় আসবে।
সিয়োনের পাহাড় ওফেল,
তুমিই আবার কর্তৃত্বকারীর আসন হয়ে উঠবে।
হ্যাঁ, আগেকার মতো জেরুশালেমই
আবার রাজত্বের স্থান হবে।
ইস্রায়েলের পক্ষে বাবিলে যাওয়া আবশ্যক কেন?
9 এখন, কেন তোমরা উচ্চস্বরে কাঁদছো?
তোমাদের রাজা কি চলে গেছেন?
তোমরা কি তোমাদের নেতাকে হারিয়েছো?
তোমরা প্রসবকারী স্ত্রীলোকের মতো যন্ত্রনা পাচ্ছ।
10 সিয়োন কন্যা, যন্ত্রণা অনুভব কর।
তোমার শিশুকে জন্ম দাও।
তোমাদের অবশ্যই এই শহরের (জেরুশালেম) বাইরে যেতে হবে।
তোমাদের মাঠে বাস করতে হবে।
আমি বলতে চাইছি তোমরা বাবিলে যাবে।
কিন্তু তোমরা ঐ জায়গা থেকে রক্ষা পাবে।
প্রভু সেখানে যাবেন এবং তোমাদের উদ্ধার করবেন।
তিনি তোমাদের শত্রুদের কাছ থেকে দুরে নিয়ে যাবেন।
প্রভু অন্যান্য জাতিকে ধ্বংস করবেন
11 বহু জাতি তোমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য এসেছে।
তারা বলছে, “ওকে অপবিত্র হতে দাও,
আমাদের দৃষ্টি সিয়োনের উপর পড়ুক!”
12 ওই লোকেদের নিজ নিজ পরিকল্পনা আছে
কিন্তু তারা জানে না প্রভু কি পরিকল্পনা করছেন।
একটি বিশেষ উদ্দেশ্যে এই জনসাধারণকে
প্রভু এখানে এনেছেন।
শস্যকে যেভাবে তার মাড়ানোর জায়গায় আছাড়ানো হয়,
সেইভাবেই ওই লোকেদের পিষে ফেলা হবে।
ইস্রায়েল তার শত্রুদের পরাজিত করে জয়লাভ করবে
13 “সিয়োন কন্যা, ওঠো এবং ওই লোকেদের পিষে ফেলো!
আমি তোমাকে খুবই বলবান করব।
দেখে মনে হবে, তোমাদের লোহার শিং এবং পিতলের ক্ষুর রয়েছে।
তুমি বহু লোককে টুকরো টুকরো করে মারবে।
তুমি প্রভুর কাছে তাদের সম্পদ আনবে।”
Footnotes
- 4:8 পালকসকলের দুর্গ অথবা “মিগদেল এদর” এর অর্থ জেরুশালেমের একটি অংশ। নেতারা মেষপালকের মতো শিখর থেকে মেষগুলো লক্ষ্য করবে।
Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International