মীখা 5
Bengali: পবিত্র বাইবেল
5 এখন, ওহে শক্তিশালী শহর, তোমাদের সৈন্যদের একত্রিত কর।
তারা তাদের লাঠি দিয়ে
ইস্রায়েলের বিচারকের গালে আঘাত করবে।
বৈৎলেহমে মশীহ জন্মাবেন
2 কিন্তু বৈৎলেহম-ইফ্রাথা,
তুমি যিহূদার সবচেয়ে ছোট শহর।
তোমার পরিবার গোনার পক্ষে খুবই ছোট।
কিন্তু আমার জন্যে “ইস্রায়েলের শাসক” তোমার মধ্য থেকেই বেরিয়ে আসবে।
তার উৎপত্তি প্রাচীনকাল থেকে
বহু প্রাচীনকাল থেকে।
3 অতএব যতদিন না ঐ স্ত্রীলোকটি তার শিশু,
প্রতিশ্রুত রাজাকে জন্ম দেয় ততদিন প্রভু তাঁর লোকদের ছেড়ে দেবেন।
তাদের বাকি ভাইরা
ইস্রায়েলের লোকেদের কাছে ফিরে আসবে।
4 তারপর ইস্রায়েলের শাসক প্রভুর শক্তির ওপর
এবং প্রভু, তার ঈশ্বরের চমৎকার নামের ওপর নির্ভর করবে ও তার মেষের পালকে খাওয়াবে।
সেখানে শান্তি থাকবে।
কারণ সেই সময়ে তাঁর মহিমা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছবে।
5 সেখানে শান্তি বিরাজ করবে।
হ্যাঁ, অশূরীয় সৈন্যরা আমাদের দেশ আক্রমণ করবে
এবং আমাদের দূর্গগুলিকে পদদলিত করবে।
কিন্তু ইস্রায়েলের শাসক সাতজন মেষপালক
ও আটজন নেতা মনোনীত করবেন।
6 তারা একটি তরবারি দিয়ে অশূরীয়দের শাসন করবে।
তারা তরবারি হাতে নিয়ে নিম্রোদের দেশ শাসন করবে।
ওই লোকেদের শাসন করার জন্য তারা তরবারি ব্যবহার করবে।
তখন ইস্রায়েলের শাসক আমাদের সেই অশূরীয়দের হাত থেকে রক্ষা করবেন;
যারা আমাদের দেশকে পদদলিত করতে আসবে।
7 তখন যাকোব পরিবারে বেঁচে থাকা লোকেরা বহু জাতির মধ্যে ছড়িয়ে পড়বে।
তারা হবে ঈশ্বরের কাছ থেকে আসা শিশির বিন্দুর মত যা কারো ওপর নির্ভর করে না।
তারা হবে ঘাসের উপর পড়া বৃষ্টির মতো
যার কারো জন্য অপেক্ষা করার প্রয়োজন হয় না।
8 জাতিগণের মধ্যে যাকোব পরিবারের অবশিষ্টাংশ যারা,
তারা অরণ্যে বন্য জন্তুদের মধ্যে সিংহের মত হবে।
মেষপালের মধ্যে যুব সিংহ যেমন তাদের তেমনই দেখাবে।
যখন সিংহ তাদের মধ্য দিয়ে যায় তখন সে তার যেখানে খুশী হয় সেখানে যায়।
সে যদি কোন পশুকে আক্রমণ করে
তবে কেউ সেই পশুকে রক্ষা করতে পারবে না।
অবশিষ্টাংশের অবস্থাও ঐরকমই হবে।
9 তোমরা তোমাদের শত্রুদের বিরুদ্ধে তোমাদের হাত তুলবে
এবং তাদের ধ্বংস করবে।
লোকে ঈশ্বরের ওপর নির্ভর করবে
10 প্রভু বলেছেন, “সেই সময়ে,
আমি তোমাদের ঘোড়াগুলোকে নিয়ে নেব
এবং তোমাদের রথগুলো ধ্বংস করব।
11 তোমাদের রাজ্যের শহরগুলিকে আমি ধ্বংস করব।
আমি তোমাদের দুর্গগুলি উপড়ে ফেলব।
12 তোমরা আর কোন যাদু দেখানোর চেষ্টা করবে না।
ভবিষ্যৎ বলার জন্যে তোমরা আর বেশী কাউকে পাবে না।
13 তোমাদের মূর্ত্তিগুলো যেগুলো তোমরা ভুলভাবে খচিত করেছ সেগুলো আমি ধ্বংস করব।
তোমাদের মূর্ত্তিগুলোকে মনে রাখবার জন্য যে পাথরগুলোকে খাড়া করেছ সেগুলো আমি ভেঙে চুরমার করে দেব।
তোমাদের হাতে গড়া আর কোন জিনিসই তোমরা পূজা করবে না।
14 পূজার নিমিত্ত আশেরার খুঁটিগুলোকে আমি ধ্বংস করব।
আমি তোমাদের শহরগুলি ধ্বংস করব।
15 কিছু জাতি আমাকে মানতে অস্বীকার করে।
তাই ঐ জাতিগুলির বিরুদ্ধে আমি আমার ক্রোধ দেখাব এবং প্রতিশোধ নেব।”
Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International