Add parallel Print Page Options

জনসাধারণের খারাপ কাজে মীখা মানসিকভাবে বিপর্যস্ত

আমি মানসিকভাবে বিপর্যস্ত
    কারণ আমি যেন গাছ থেকে পেড়ে নেওয়া ফলের মতো,
    যেসব দ্রাক্ষাগুলো গাছ থেকে তোলা হয়ে গেছে ঠিক তাদের মতো।
খাবার জন্য কোন দ্রাক্ষা সেখানে নেই।
    যা আমি ভালোবাসি সেই নতুন গজানো ডুমুর পর্যন্ত নেই।
আমি বলতে চাইছি, সব বিশ্বাসী লোকেরা চলে গেছে।
    এই দেশে আর কোন ভাল লোক পড়ে নেই।
প্রত্যেক লোক অপরকে হত্যা করার জন্য অপেক্ষা করছে।
    প্রত্যেক ব্যক্তি তার ভাইকে ফাঁদে ফেলার চেষ্টা করছে।
লোকরা এখন দুহাতেই খারাপ কাজ করতে দক্ষ।
    উঁচু পদস্থ কর্মচারীরা এখন ঘুষ চাইছে।
    বিচারকরা আদালতে তাদের মত পরিবর্তনের জন্য টাকা নিচ্ছে।
“গণমান্য নেতারা” ভালো এবং ন্যায্য মতামত দেয় না।
    তারা যা কিছু ইচ্ছা করে সেটাই করছে।
এমনকি তাদের মধ্যে যে সবচেয়ে ভাল
    সেও জট পাকানো কাঁটা ঝোপের চেয়ে অনেক বেশী প্যাঁচালো।

শাস্তির দিন আসছে

ভাববাদীরা বলেছিল যে এই দিনটি আসবে;
    তোমাদের পাহারাদারদের[a] দিন এসে গেছে।
এখন তোমরা শাস্তি পাবে!
    এখন তোমরা বিভ্রান্ত হয়ে যাবে!
তোমাদের প্রতিবেশীকে বিশ্বাস করো না!
    বন্ধুকে বিশ্বাস করো না!
এমনকি তোমাদের স্ত্রীদের সঙ্গেও খোলাখুলিভাবে কথা বলো না!
নিজের বাড়ীর লোকেরাই মানুষের শত্রু হবে।
    পুত্র তার পিতাকে সম্মান করবে না।
কন্যা তার মাতার বিরুদ্ধে যাবে।
    একজন বধূ তার শ্বাশুড়ীর বিরুদ্ধে যাবে।

প্রভুই পরিত্রাতা

সেজন্য আমি সাহায্য পাবার জন্য প্রভুর দিকে তাকাবো!
    আমি রক্ষা পাবার জন্য আবার ঈশ্বরের অপেক্ষা করবো!
    আমার ঈশ্বর আমার কথা শুনবেন।
আমার পতন হয়েছে কিন্তু শত্রু আমাকে নিয়ে উপহাস করো না!
    আমি আবার উঠবো।
এখন আমি অন্ধকারে বসে আছি।
    কিন্তু প্রভু আমার জন্য আলোকস্বরূপ হবেন।

প্রভু ক্ষমা করেন

প্রভুর বিরুদ্ধে আমি পাপ করেছিলাম।
    তাই তিনি আমার প্রতি ক্রুদ্ধ হয়েছিলেন।
কিন্তু তিনি আদালতে আমার জন্য আমার মামলায় তর্ক করবেন।
    তিনি আমায় নির্দোষ প্রমাণ করবেন
এবং আমাকে আলোয় নিয়ে আসবেন।
    আমি তাঁর ন্যায়পরায়ণতা দেখব।
10 আমার শত্রুরা এটা দেখে লজ্জিত হবে।
কারণ আমার সেই শত্রুরা আমাকে বলেছিল,
    “তোমার প্রভু ঈশ্বর কোথায়?”
আমি তাকে নিয়ে মজা করব।
    রাস্তার কাদার মতো লোকেরা তার ওপর দিয়ে হেঁটে যাবে।

ইহুদীরা ফিরছে

11 সময় আসবে যখন তোমার দেওয়ালগুলো আবার গেঁথে তোলা হবে।
    সেই সময়ে, দেশের সীমা দূরে যাবে বা পরিধি বাড়বে।
12 তোমার লোকেরা তোমার দেশে ফিরে আসবে।
    তারা অশূর থেকে এবং মিশরের শহরগুলি থেকে ফিরে আসবে।
তোমার লোকেরা মিশর
    এবং ফরাৎ নদীর ওপার থেকে আসবে।
তারা পশ্চিম দিকের সমুদ্র হতে
    এবং পূর্বদিকের পর্বত হতে আসবে।

13 দেশের অধিবাসীরা দেশে বাস করে
    তাদের মন্দ কাজের দ্বারা দেশ ধ্বংস করছে।
14 অতএব দণ্ড দিয়ে তোমার লোকজনদের শাসন কর।
    শাসন কর তোমাদের অধিকারভুক্ত লোকজনদের।
সেই পাল একাকী কর্ম্মিল পর্বতের
    মধ্যবর্তী বনে বাস করছে।
সেই পাল আগে যেমন বাশন এবং গিলিয়দে বাস করত
    এখনও সেই দুটি জায়গাতেই বাস করছে।

ইস্রায়েল তার শত্রুদের পরাজিত করবে

15 আমি যখন তোমাদের মিশর দেশ থেকে বার করে এনেছিলাম তখন অনেক অলৌকিক কাজ করেছিলাম।
    আমি ওইরকম আরো অনেক অলৌকিক ঘটনা তোমাদের দেখাবো।
16 বহুজাতির লোকেরা সেই অলৌকিক ঘটনাগুলো প্রত্যক্ষ করবে
    এবং তারা লজ্জিত হবে।
তারা প্রত্যক্ষ করবে যে
    তাদের “শক্তি” তুলনায় কিছুই নয়।
তারা অবাক হয়ে যাবে এবং তাদের মুখে হাত দেবে।
    তারা কিছুই শুনতে চাইবে না।
17 সাপের মতো তারা ধূলোতে বুকে ভর দিয়ে যাবে।
    তারা ভয়ে কাঁপবে।
তারা কীট পতঙ্গদের মতো
    তাদের গর্ত থেকে মাঠে বেরিয়ে আসবে
    এবং আমাদের প্রভু ঈশ্বরের কাছে এসে
তারা তোমাদের ভয় ও সম্মান করবে!

প্রভুর প্রশংসা

18 তোমার মতো ঈশ্বর আর কোথাও নেই।
    তুমি লোকেদের অপরাধ হরণ কর।
যেসব লোক বেঁচে গেছে তাদের ঈশ্বর ক্ষমা করেন।
তিনি চিরকালের জন্য রাগ করে থাকবেন না।
    কারণ তিনি বিশ্বস্ত থাকতে ইচ্ছা করেন।
19 প্রভু আবার ফিরে আসবেন এবং আমাদের আরাম দেবেন।
    তিনি আমাদের অপরাধ চূর্ণ করে দেবেন এবং আমাদের সমস্ত পাপ গভীর সমুদ্রের মধ্যে ছুঁড়ে ফেলে দেবেন।
20 ঈশ্বর যাকোবের প্রতি অটল থাকবেন।
    দয়া করে আপনি আপনার দয়া অব্রাহামকে দেখান যেমনটি আপনি বহু আগে আমাদের পূর্বপুরুষদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন।

Footnotes

  1. 7:4 পাহারাদার ভাববাদীদের আর একটি নাম। এর থেকে বোঝা যায় যে ভাববাদীরা ছিল সেই পাহারাদারদের মত যারা শহরের প্রাচীরের ওপর দাঁড়িয়ে থাকত এবং লক্ষ্য রাখত দূর থেকে কোন বিপদ আসছে কিনা।