Add parallel Print Page Options

ঈশ্বরের প্রশংসামুখর গান

12 আর সেদিন তুমি বলবে:
“হে প্রভু আমি তোমার প্রশংসা করি!
তুমি আমার প্রতি ক্রুদ্ধ ছিলে।
    কিন্তু এখন আর আমার প্রতি ক্রুদ্ধ থেকো না!
আমার প্রতি তোমার ভালোবাসা প্রদর্শন কর।
ঈশ্বর আমাকে রক্ষা করেন।
    আমি তাকে বিশ্বাস করি।
আমি ভয় পাই না, তিনি আমাকে রক্ষা করেন।
    প্রভু যিহোবা আমার শক্তিও বটে।
    তিনি আমাকে রক্ষা করেন এবং আমি তাঁর প্রশংসার গান গাই।”

পরিত্রাণের ঝর্ণা থেকে তোমরা জল তুলবে
    এবং তারপর তোমরা আনন্দিত হবে।
তারপর তুমি বলবে, “প্রভুর প্রশংসা কর!
তাঁর নাম উপাসনা কর!
    সমস্ত দেশে তাঁর কর্মের কথা বিদিত করে দাও।
    ঘোষণা কর যে তাঁর নাম মহান!”
প্রভুর প্রশংসার গান গাও!
    কেন না, তিনি মহান কাজ করেছেন।
এই খবর পৃথিবীময় ছড়িয়ে দাও।
    পৃথিবীর সব মানুষ তা জানুক।
হে সিয়োনবাসীগণ, উচ্চস্বরে ঈশ্বরের স্তবগান কর।
    ইস্রায়েলের পবিত্রতম ঈশ্বর অত্যন্ত সক্রিয়ভাবে তোমার সঙ্গে আছেন।
    তাই সকলে খুশী হও।