যিশাইয় 47
Bengali: পবিত্র বাইবেল
বাবিলের প্রতি ঈশ্বরের বার্তা
47 “পড়ে যাও আবর্জনায় এবং সেখানেই বসে পড়!
কল্দীয়দের (বাবিলের অপর নাম) কুমারী কন্যা।
কন্যা বসে পড় মাটিতে।
তুমি এখন আর শাসক নও!
লোকরা তোমাকে কোমলা ক্ষীণকায়া যুবতী মহিলা বলে মনে করবে না।
2 এখন তোমাকে কঠিন পরিশ্রম করতে হবে।
যাঁতাকলে খাদ্যশস্য থেকে তোমাকে আটা বানাতে হবে।
তোমার আবরণ সরিয়ে দাও, খুলে ফেল তোমার শৌখিন পোশাক।
তোমাকে তোমার দেশ ছাড়তে হবে।
তোমার পা দেখতে না পাওয়া পর্যন্ত
তুমি তোমার ঘাঘরা তোল এবং নদী পার হয়ে যাও।
3 পুরুষরা তোমার গোপন অঙ্গ দেখবে,
তোমাকে ব্যবহার করবে যৌনকর্মে।
বাজে কাজ করার জন্য মূল্য দিতে বাধ্য করবে তোমাকে,
কেউ তোমাকে সাহায্য করতে আসবে না।
4 “আমার লোকরা বলে, ‘ঈশ্বর আমাদের রক্ষা করেন।
তাঁর নাম হল: প্রভু সর্বশক্তিমান, ইস্রায়েলের পবিত্রতম।’”
5 “তাই বাবিল, যেখানেই বসে থাকো, শান্ত হও।
কল্দীয়দের কন্যা, অন্ধকারে আশ্রয় নাও। কেন?
কারণ তোমাকে আর ‘রাজ্যগুলির রাণী’ বলে ডাকা হবে না।
6 “আমি আমার লোকদের ওপর ক্রুদ্ধ ছিলাম।
ঐ লোকরা আমার সম্পত্তি, কিন্তু আমি তাদের ওপর ক্রুদ্ধ ছিলাম,
তাই আমি তাদের অসম্মান করেছি।
আমি তাদের তোমার হাতে তুলে দিয়েছিলাম।
তুমি তাদের শাস্তি দিয়েছ।
কিন্তু তুমি তাদের ক্ষমা প্রদর্শন করোনি—বৃদ্ধকেও তুমি কঠিন পরিশ্রম করতে বাধ্য করেছ।
7 তুমি বললে, ‘আমি চিরকাল থাকব।
চিরকাল আমিই থাকব মহারাণী।’
সেই সব লোকের ওপর তুমি যে অপকর্ম করেছ, তাও তুমি লক্ষ্য করনি।
কি ঘটবে সে সম্পর্কেও ভাবনি।
8 তাই, এখন, হে বিলাসলালিত রমণী আমার কথা শোন!
তুমি নিজেকে নিরাপদ ভেবে নিজের সঙ্গে কথা বলে চলেছ।
‘আমিই একমাত্র গুরুত্বপূর্ণ মহিলা। আর কেউই আমার মতো গুরুত্বপূর্ণ নয়।
আমি কখনও বিধবা হব না। আমার সর্বদা ছেলে মেয়ে থাকবে।’
9 এই দুটি ঘটনা তোমার জীবনে ঘটবে।
প্রথমতঃ তুমি তোমার ছেলেমেয়েদের হারাবে, তুমি হারাবে তোমার স্বামীকেও।
হ্যাঁ, এসবই তোমার জীবনে সত্যি সত্যিই ঘটবে।
তোমার যাদুবিদ্যা, তোমার কলাকৌশল তোমাকে রক্ষা করতে পারবে না।
10 তুমি বাজে কাজ করেও নিজেকে নিরাপদ মনে কর।
তুমি নিজে নিজে মনে কর, ‘আমার অপকর্ম কেউ দেখতে পায় না।’
তুমি মনে কর তোমার বিচক্ষণতা ও জ্ঞান তোমাকে বাঁচাবে।
তুমি মনে মনে ভাব, ‘আমিই অনন্যা। কেউ আমার মতো গুরুত্বপূর্ণ নয়।’
11 “কিন্তু বিপদ তোমার কাছে আসবে।
তুমি জান না কখন এটা ঘটবে, কিন্তু বিপর্যয় আসছে।
এই সঙ্কট বন্ধ করতে তুমি কিছুই করতে পারবে না।
তুমি এত তাড়াতাড়ি ধ্বংস হবে যে তুমি বুঝতেও পারবে না কি ঘটল।
12 তুমি সারাজীবন কঠোর পরিশ্রম করে
যাদুবিদ্যা আর ছলাকলা শিখলে।
তাই ছলাকলা আর যাদুবিদ্যা শুরু কর।
হয়তো এই কৌশল তোমাকে সাহায্য করবে।
তুমি হয়তো কাউকে ভয়চকিত করতে পারবে।
13 তোমার অনেক উপদেষ্টা রয়েছে।
তাদের অনেক উপদেশে তুমি কি ক্লান্ত?
তোমার জ্যোতিষিরা যারা নক্ষত্র দেখে
তারা আসুক এবং তোমাকে সাহায্য করুক।
প্রতি মাসে তারা তোমাকে বলুক তোমার কি ঘটবে।
14 কিন্তু সেই লোকরা নিজেদের বাঁচাতেই সক্ষম হবে না।
খড়ের মতো তারা পুড়বে।
তারা এত দ্রুত পুড়ে যাবে যে রুটি বানানোর জন্য কোন কয়লা পড়ে থাকবে না।
পোড়ানোর জন্য কোন আগুন পড়ে থাকবে না।
15 যে সব ব্যাপারের জন্য তুমি এত কঠিন পরিশ্রম করলে তার প্রতিটি বিষয়ে এটি ঘটবে।
যে সব লোকদের সঙ্গে তুমি তোমার যৌবনকাল থেকে ব্যবসা করেছ,
তারাও তোমাদের ত্যাগ করে যাবে।
প্রত্যেকেই চলে যাবে তার নিজের পথ ধরে এবং তোমাকে রক্ষা করার জন্য কেউ থাকবে না।”
Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International