Add parallel Print Page Options

ইস্রায়েলের অব্রাহামের মত হওয়া উচিৎ‌

51 “তোমাদের মধ্যে যারা ভালো জীবনযাপন করতে এবং ভালো কাজ করতে চেষ্টা কর, যারা প্রভুর কাছে সাহায্যের জন্য যাও, তারা আমার কথা শোন। যে পাথরটা কেটে তোমরা হয়েছিলে, সেই পাথর, তোমাদের পিতা অব্রাহামের কথা চিন্তা কর। অব্রাহামই তোমাদের পিতা, তাঁর দিকে তাকানো উচিৎ‌। তোমাদের জন্মদাত্রী মাতা সারার দিকে তাকাও। অব্রাহামকে যখন আমি ডেকেছিলাম তখন সে একা ছিল। তখন আমি তাকে আশীর্বাদ করেছিলাম এবং সে একটি মহান পরিবার শুরু করেছিল। ওর কাছ থেকে বহু লোক এসেছে।”

একইভাবে, প্রভু সিয়োনের ওপরও কৃপা করবেন। সিয়োন ও তার লোকদের তিনি আরাম দেবেন। তিনি সিয়োনের জন্য মহান কাজ করবেন। প্রভু মরুভূমির পরিবর্তন করবেন। মরুভূমি এদনের বাগানের মতো সুন্দর হয়ে উঠবে। সিয়োনের জমি ছিল পরিত্যক্ত কিন্তু তা প্রভুর বাগানের মত হয়ে উঠবে। সেখানকার লোকরা সুখী, খুব সুখী হবে। তারা তাদের আনন্দের বহিঃপ্রকাশ ঘটাবে। তারা ধন্যবাদ ও জয়সূচক গান গাইবে।

“আমার লোকরা, আমার কথা শোন!
    আমার বিধি আমার কাছ থেকে যাবে।
    আমার বিচার হবে আলোর মত যেগুলো লোকদের দেখাবে কিভাবে বাঁচতে হয়।
শীঘ্রই আমি আমার ন্যায় প্রকাশ করব, শীঘ্রই আমি তোমাদের রক্ষা করবো।
    আমি আমার ক্ষমতা ব্যবহার করব এবং সব জাতিগুলিকে বিচার করব।
দূরবর্তী এলাকার লোকরা আমার প্রতীক্ষায় আছে।
    আমার ক্ষমতা তাদের রক্ষা করবে, এই ভরসায় তারা অপেক্ষায় আছে।
স্বর্গের দিকে চোখ মেলো!
    চারিদিকে চোখ মেলে পৃথিবীকে দেখো!
ধোঁয়ার মেঘের মত আকাশ অদৃশ্য হয়ে যাবে।
    পুরানো কাপড়ের মত পৃথিবী মূল্যহীন হয়ে যাবে।
পৃথিবীতে প্রত্যেকে মারা যাবে,
    কিন্তু আমার পরিত্রাণ চিরকালের জন্য থেকে যাবে।
    আমার ধার্মিকতা কখনও শেষ হবে না।
তোমরা যারা ধার্মিকতা বোঝ তাদের আমার কথা শুনতে হবে।
    লোকরা, যাদের হৃদয়ে আমার বিধি রাখা আছে, আমার কথা তাদের শুনতে হবে।
যারা তোমাদের বিরোধিতা করে সেই খারাপ লোকদের তোমরা ভয় পেয়ো না।
    অভিশাপ পেয়ে ভয় পেয়ো না।
কেন? কারণ তাদের দশা হবে পুরানো কাপড়ের মতো।
    তাদের পোকামাকড় খেয়ে নেবে।
তাদের পশমের মতো দশা হবে, কৃমি তাদের খেয়ে নেবে।
    কিন্তু আমার ধার্মিকতা চিরকালের জন্য থেকে যাবে।
    চিরকাল থাকবে পরিত্রাণ, চিরকাল করে যাব পরিত্রাণ।”

ঈশ্বরের আপন ক্ষমতা তাঁর লোকদের রক্ষা করবে

প্রভুর বাহু (শক্তি) জেগে ওঠো। জেগে ওঠো!
    শক্ত হও!
বহুদিন আগেকার মত, প্রাচীন কালের মতো তোমার শক্তি ব্যবহার কর।
    তুমি হচ্ছো সেই শক্তি যে রহবকে পরাজিত করেছিল।
    তুমি সেই প্রকাণ্ড জলচরকে পরাস্ত করেছিলে।
10 সমুদ্র শুকিয়ে যাবার কারণ হয়েছিলে তুমি!
    তুমি গভীর জলাশয়ে জল শুকিয়ে দিয়েছিলে!
    সমুদ্রের অতলে পথ গড়ে উঠেছিল তোমার জন্যই!
    তোমার লোকরা নিরাপদে সমুদ্র পারাপার করেছিল।
11 প্রভু নিজের লোকদের রক্ষা করবেন,
    তারা আনন্দের সাথে সিয়োনে ফিরে যাবে।
তারা খুব, খুব সুখী হবে।
    তাদের সুখ হবে চিরকালীন রাজমুকুটের মত।
তারা আনন্দে গান গাইতে থাকবে।
    সব দুঃখ চলে যাবে অনেক দূরে।

12 প্রভু বলেন, “আমিই সে-ই যে তোমাদের আরাম দেয়।
    তবুও তোমরা কেন লোকের ভয়ে ভীত হয়ে ওঠ?
    তারা তো শুধু মাত্র মানুষ যাদের জন্ম মৃত্যু আছে।
    তারা তো কেবলই মানুষ—ঘাসের মতোই মরে তারা।”

13 প্রভু হলেন তোমাদের সৃষ্টিকর্তা।
নিজের ক্ষমতায় তিনি পৃথিবী সৃষ্টি করেছেন।
    নিজের ক্ষমতাতেই তিনি আকাশের সৃষ্টি করেছেন।
কিন্তু তোমরা প্রভু ও তাঁর ক্ষমতার কথা ভুলে গিয়েছ।
    তাই তোমরা সেই ক্রুদ্ধ লোকদের ভয় পাও।
তাদের পরিকল্পনা হল তোমাদের বিনাশ করা,
    কিন্তু তারা এখন কোথায় রয়েছে?

14 কয়েদের ভিতরে যেসব লোক ছিল তারা মুক্ত হবে।
    তারা মরবে না, তবে কারাগারে পচবে।
    তাদের জন্য থাকবে যথেষ্ট খাবার।

15 “আমি প্রভু, তোমাদের ঈশ্বর।
    আমি সমুদ্রে নাড়া দিই এবং ঢেউ তৈরী করি।”
    প্রভু সর্বশক্তিমান তাঁর নাম।

16 “আমার দাসগণ, যে কথা আমি তোমাদের বলতে চাই, সেই কথাগুলো আমি তোমাদের দেব। আমি তোমাদের আমার নিজের হাত দিয়ে আড়াল করবো এবং তোমাদের নিরাপত্তা দেব। আমি স্বর্গের পরিধি বাড়াতে এবং পৃথিবীর ভিত বানাতে তোমাদের ব্যবহার করব। ‘তোমরা আমারই লোক’” একথা সিয়োনকে বলবার জন্য আমি তোমাদের ব্যবহার করব।

ইস্রায়েলকে ঈশ্বর শাস্তি দিলেন

17 জাগো! জাগো!
    জেরুশালেম উঠে দাঁড়াও!
প্রভু তোমার ওপর প্রচণ্ড ক্রুদ্ধ ছিলেন।
    তাই তোমরা শাস্তি পেয়েছিলে।
এক পেয়ালা বিষ তোমাদের পান করতে হয়েছিল এবং তোমরা পান করেছিলে।
    তোমাদের সে রকমই শাস্তি ছিল।

18 জেরুশালেমের লোক জন অনেক। কিন্তু তারা কেউ তার নেতা হতে পারেনি। জেরুশালেম যে সন্তানদের পালন করেছে তাদের মধ্যে কেউই তাকে নেতৃত্ব দেবার জন্য নেতা হয়ে ওঠেনি। 19 জেরুশালেমের সমস্যা এসেছিল দুভাবে। খাদ্যের বন্টন এবং চুরি, দুর্ভিক্ষ এবং যুদ্ধ।

কেউ তোমাদের কষ্টের দিনে সাহায্য করতে আসেনি। কেউ তোমাদের ক্ষমা করেনি। 20 তোমাদের লোকরা দুর্বল হয়ে গিয়েছিল। তারা মাটিতে পড়ে গিয়ে সেখানেই শুয়ে পড়ে। তারা পথের আনাচে-কানাচে পড়েছিল। তাদের দশা হয়েছিল জালে পড়া হরিণের মতো। যতদিন পর্যন্ত তারা প্রভুর শাস্তি আর নিতে পারছিল না ততদিন তারা ছিল প্রভুর ক্রুদ্ধ শাস্তির কবলে। তারা তাঁর কাছ থেকে আর তিরস্কার নিতে পারছিল না।

21 দরিদ্র জেরুশালেমবাসী, এই কথাটা শোন। তোমরা দ্রাক্ষারস পান না করলেও তোমরা মাতালদের মতো দুর্বল।

22 তোমাদের ঈশ্বর ও প্রভু, তাঁর লোকদের জন্য লড়াই করেন। তিনি তোমাদের বলেন, “দেখ, আমি তোমাদের দেশ থেকে ‘বিষের পানপাত্র’ বার করে নিয়ে যাচ্ছি। আমার ক্রোধের পানপাত্র থেকে তোমাদের আর পান করতে হবে না। 23 এখন আমি আমার ক্রোধ ব্যবহার করব যারা তোমাদের আঘাত করেছিল, তাদের ওপর। আঘাত করব তাদের ওপর যারা তোমাদের হত্যা করার চেষ্টা করেছিল। তারা তোমাদের বলেছিল, ‘আমাদের সামনে মাথা নত কর এবং আমরা তোমাদের মাথার ওপর দিয়ে হেঁটে যাব।’ তারা তোমাদের মাথা নত করতে বাধ্য করেছিল। তারপর তারা তোমাদের পিঠের ওপর দিয়ে ময়লার মতো হেঁটে গিয়েছিল। তোমরা তাদের পায়ে হাঁটা পথের মতো ছিলে।”