যিশাইয় 60
Bengali: পবিত্র বাইবেল
ঈশ্বর আসছেন
60 “জেরুশালেম, আমার আলো উঠে পড়!
তোমার আলো (ঈশ্বর) আসছেন।
তোমার উপর প্রভুর মহিমা প্রতিভাত হবে।
2 অন্ধকার পৃথিবীকে ঢেকে দিয়েছে।
লোকরা অন্ধকারাচ্ছন্ন।
কিন্তু প্রভু তোমার উপর তাঁর কিরণ বিকীরণ করবেন।
তাঁর মহিমা তোমার উপর দেখা যাবে।
3 সব জাতি তোমার আলোর কাছে আসবে।
রাজারাও তোমার উজ্জ্বল আলোর (ঈশ্বর) কাছে আসবেন।
4 তোমার চারপাশে দেখো!
দেখ, লোকরা তোমার চারপাশে জড়ো হচ্ছে
এবং তোমার কাছে আসছে।
তোমার পুত্রদের সঙ্গে দূর দূরান্ত থেকে কন্যারাও আসছে।
5 “ভবিষ্যতে এসব ঘটবে এবং সেই সময় তুমি তোমার লোকদের দেখতে পাবে।
তোমার মুখে সুখের বহিঃপ্রকাশ থাকবে।
প্রথম তুমি ভীত হলেও
পরে উচ্ছসিত হয়ে উঠবে।
সাগর পারের সমস্ত ধনসম্পদ তোমার সামনে রাখা হবে।
জাতিসমূহের ধনসম্পদও তোমার কাছে পৌঁছবে।
6 মিদিয়ন ও ঐফা থেকে উটের দল
তোমার জমি পার হবে।
শিবা থেকে দীর্ঘ উটের সারি আসবে তোমার কাছে।
তারা বয়ে আনবে সোনা ও ধূপ।
তারা প্রভুর প্রশংসা করে গান গাইবে।
7 লোকরা কেদরের সমস্ত মেষকে একত্রিত করে তোমাকে এনে দেবে।
নবায়োত থেকে তারা মেষও আনবে।
তুমি সেগুলি আমার বেদীতে নৈবেদ্য হিসাবে দেবে।
এবং আমি তা গ্রহণ করব।
আমি আমার মন্দির
আরও সুন্দর করে বানিয়ে তুলবো।
8 লোকের দিকে তাকাও।
আকাশে দ্রুত পার হয়ে যাওয়া মেঘের মতো তারা তোমার দিকে অগ্রসর হচ্ছে।
তারা হল খুব দ্রুত বাসায় উড়ে যাওয়া ঘুঘু পাখীদের মত।
9 দূরবর্তী এলাকায় লোকরা আমার জন্য অপেক্ষা করছে।
বিশাল যাত্রীবাহী জাহাজগুলি জলযাত্রার জন্য প্রস্তুত।
এই জাহাজগুলি তোমাদের ছেলেমেয়েদের দূরদেশ থেকে আনার প্রতিক্ষায় রয়েছে।
তারা তাদের ঈশ্বর ইস্রায়েলের পবিত্র একজনকে শ্রদ্ধা জানানোর জন্য
সোনা এবং রূপো নিয়ে আসবে।
প্রভু তোমাদের জন্য চমৎকার কাজ করবেন।
10 অন্য দেশের ছেলেমেয়েরা তোমাদের প্রাচীরগুলো আবার গড়ে তুলবে।
তাদের রাজারা তোমাদের সেবা করবে।
“আমি যখন তোমাদের উপর ক্রুদ্ধ ছিলাম, তখন আমি তোমাদের শাস্তি দিয়েছিলাম।
কিন্তু এখন তোমরা আমার স্বপক্ষে,
এবং আমি তোমাদের জন্য করুণাময় হব।
11 তোমার ফটক সব সময় খোলা থাকবে।
সেগুলি দিনরাত কখনই বন্ধ হবে না।
সব জাতি ও রাজারা তোমাকে তাদের সম্পদ দেবে।
12 কোন জাতি বা দেশ যদি তোমার সেবা না করে তবে তারা ধ্বংস হয়ে যাবে।
13 লিবানোনের সব মহৎ দ্রব্যই তুমি পাবে।
লোকরা তোমাকে পাইন, ফার ও সাইপ্রাসের মতো মূল্যবান গাছ দেবে।
এই গাছগুলি জেরুশালেমে আমার জেরুশালেমস্থিত উপাসনাগৃহকে
আরও সুন্দর করে তৈরি করতে ব্যবহৃত হবে।
এই জায়গাটা আমার সিংহাসনের সামনে চৌকির মতো হবে।
এবং আমি এই জায়গাটিকে যথেষ্ট সম্মান দেব।
14 অতীতে যারা তোমাকে কষ্ট দিয়েছে
তারা এখন তোমার সামনে মাথা নত করবে।
অতীতে যারা তোমাকে ঘৃণা করত
তারা এখন তোমার পায়ে মাথা নত করবে।
তারা তোমাকে ডাকবে, ‘প্রভুর নগরী,’ ‘ইস্রায়েলের পবিত্র একজনের সিয়োন।’
15 “তুমি আর কখনও পরিত্যক্ত হবে না।
তুমি পুনরায় ঘৃণার পাত্র হবে না, তুমি কখনও শূন্য হবে না।
আমি তোমাকে চিরকালের জন্য মহান করে দেব।
তুমি চিরকালের জন্য এখন থেকেই সুখী হবে।
16 জাতিগুলি তোমার প্রয়োজনীয় সব কিছুই দেবে।
তুমি হবে মাতৃদুগ্ধপায়ী শিশুর মতো।
কিন্তু তুমি রাজার ধন ‘পান’ করবে।
তখন তুমি বুঝবে যে তিনি আমি, প্রভু, যিনি তোমাকে রক্ষা করেন।
তুমি জানতে পারবে যাকোবের মহান ঈশ্বর তোমার পরিত্রাতা।
17 “এখন তোমার তামা রয়েছে।
আমি তোমাকে সোনা এনে দেব।
এখন তোমার লোহা রয়েছে।
আমি তোমাকে দেব রূপা।
আমি তোমার কাঠকে তামায় পরিণত করব।
আমি তোমার পাথরকে লোহাতে পরিণত করব।
আমি তোমার শাস্তিকে শান্তিতে রূপান্তরিত করব।
এখন তোমাকে লোকরা কষ্ট দিলেও
পরে তারাই তোমার জন্য ভাল ভাল কাজ করবে।
18 তোমার দেশে আর কখনও হিংসাত্মক ঘটনার খবর থাকবে না।
লোকে আর তোমাকে বা তোমার দেশকে
আক্রমণ করবে না।
তুমি তোমার প্রাচীর সমূহের নাম দেবে ‘পরিত্রাণ’
এবং তোমার ফটকগুলির নাম দেবে ‘প্রশংসা।’
19 “দিনের বেলায় সূর্য আর কখনও তোমার আলো হবে না।
রাত্রে আর কখনও চাঁদ তোমার আলো হবে না।
কারণ প্রভুই তোমার চিরকালের আলো।
তোমার ঈশ্বরই তোমার জ্যোতি।
20 তোমার সূর্য কখনও অস্তমিত হবে না।
তোমার চাঁদ আর কখনও অন্ধকার হবে না।
কারণ প্রভু চিরকালের জন্য তোমার আলো হবেন
এবং শোকের সময় শেষ হবে।
21 “তোমার সব লোক ভাল হবে।
তারা পৃথিবীকে চিরকালের জন্য পাবে।
তাদের আমি সৃষ্টি করেছি।
তারা আমার নিজের হাতে
গড়ে তোলা চমৎকার বৃক্ষ।
22 সব চাইতে ছোট্ট পরিবার হবে বড় পরিবারগোষ্ঠী।
ক্ষুদ্রতম পরিবার হবে শক্তিশালী জাতি।
সঠিক সময়ে,
আমি প্রভু দ্রুত চলে আসব।
আমি এইসব ঘটনাগুলো ঘটাব।”
Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International