Add parallel Print Page Options

জেরুশালেম: ধার্ম্মিকতায় পূর্ণ একটি শহর

62 “সিয়োনকে আমি ভালবাসি,
    তাই আমি তার জন্য কথা বলে যাব।
জেরুশালেমকে আমি ভালবাসি, তাই আমি কথা বন্ধ করব না।
    যতক্ষণ না ধার্মিকতা উজ্জ্বল আলোর মতো কিরণ দেয়
ততক্ষণ আমি কথা বলে যাব।
    অগ্নিশিখার মত পরিত্রাণ জ্বলে না ওঠা পর্যন্ত আমি কথা বলব।
তখন সব জাতি তোমার ধার্মিকতা দেখতে পাবে।
    সমস্ত রাজারা তোমাকে সম্মান দেখাবে।
তখন তোমার নতুন নাম হবে।
    প্রভু নিজেই সেই নাম দেবেন।
প্রভু তোমার জন্য গর্বিত হবেন।
    তুমি হবে প্রভুর হাতের সুন্দর মুকুটের মত।
তোমাকে আর কেউ ‘ত্যাজ্য লোক’ বলবে না।
    তোমার ভূমিকে কেউ ‘ধ্বংসস্থান’ বলবে না।
তারা তোমাকে বলবে, ‘ভালোবাসার লোক।’
    তোমার দেশকে বলা হবে, ‘কনে।’
কেন? কারণ ঈশ্বর তোমাদের ভালবাসেন।
    তোমাদের দেশ বিবাহিত হবে।
যখন কোন যুবক কোন যুবতীকে ভালবাসে
    তখন সে তাকে বিয়ে করে এবং যুবতীটি বিয়ের পর তার স্ত্রী হয়।
    একই পথে তোমার জমি হবে তোমার শিশুদের।
একজন লোক তার নতুন স্ত্রীকে পেয়ে খুব খুশী হয়।
    একই রকম ভাবে, ঈশ্বরও তোমাদের নিয়ে খুব সুখী হবেন।”

জেরুশালেম, তোমার প্রাচীরে আমি রক্ষী মোতায়েন করব।
    সেই রক্ষীরা নীরব থাকবে না।
    তারা দিন রাত প্রার্থনা করবে।

রক্ষীরা, তোমরা প্রভুর প্রতি প্রার্থনা অব্যাহত রেখো।
    তোমরা অবশ্যই তাকে তাঁর প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেবে।
    কখনই প্রার্থনা থামাবে না।
যতক্ষণ না প্রভু জেরুশালেমকে লোকের প্রশংসার শহর করে তুলছেন ততক্ষণ তুমি প্রার্থনা চালাবে।
    প্রভু একটি প্রতিশ্রুতি করেছেন।
প্রভু প্রমাণ হিসেবে তাঁর নিজের ক্ষমতা প্রয়োগ করবেন।
    এবং প্রতিশ্রুতি পালনে নিজের ক্ষমতা ব্যবহার করবেন।

প্রভু বলেছেন, “আমি আর কখনও তোমার খাদ্য শত্রুদের দেবো না।
    আমি প্রতিশ্রুতি করছি তোমার তৈরি দ্রাক্ষারস শত্রুরা আর নেবে না।
যে সব লোকরা শস্য সংগ্রহ করবে তারাই তা খাবে এবং এইসব লোকরা প্রভুর প্রশংসা করবে।
    যে সব লোকরা দ্রাক্ষা সংগ্রহ করবে তারাই দ্রাক্ষা থেকে উৎপন্ন দ্রাক্ষারস পান করতে পারবে এবং এই সবই আমার পবিত্রস্থানে ঘটবে।”

10 ফটক দিয়ে এসো!
    পথটাকে লোকদের জন্য পরিষ্কার করো।
রাস্তা প্রস্তুত করো।
    রাস্তার পাথর সরিয়ে দাও।
মনুষ্যজাতির জন্য প্রতীক হিসাবে ধ্বজাটি ওড়াও।

11 শোন, প্রভু দূরবর্তী দেশগুলির লোকদের বলেছেন,
“সিয়োনের লোকদের বল:
    ‘দেখ, তোমাদের পরিত্রাতা আসছেন।
    তিনি তোমাদের পুরস্কার আনছেন।
    তিনি সেই পুরস্কার সঙ্গে করে আনছেন।’”
12 তাঁর লোকদের বলা হবে “পবিত্র লোক।”
    “প্রভুর রক্ষা করা মানুষ।”
জেরুশালেমকে বলা হবে, “আকাঙ্খিত শহর।”
    “সেই শহর যা পরিত্যাগ করা হয়নি।”