যিশাইয় 64
Bengali: পবিত্র বাইবেল
64 আপনি যদি আকাশ ছিঁড়ে খুলে ফেলে পৃথিবীতে এসে পড়েন
তবে সব পরিবর্তন হয়ে যাবে।
পাহাড় আপনার সামনে গলে যাবে।
2 জ্বলন্ত গুল্মলতার মতো পাহাড় পুড়বে।
আগুনের ওপর জলের মতো পাহাড় সেদ্ধ হবে।
তখন আপনার শত্রুরা আপনার বিষয়ে জানতে পারবে।
তারা যখন আপনাকে দেখবে তখন প্রত্যেক জাতিই ভয় পাবে।
3 কিন্তু সত্যিই আমরা এসব চাই না।
আপনার সামনে পাহাড় গলে যাবে।
4 আপনার লোকরা সত্যিই আপনার কথা শোনেনি।
আপনার লোকরা কখনও আপনার কথা শোনেনি।
কেউ কখনও আপনার মতো একজন ঈশ্বর দেখেনি।
আপনিই একমাত্র, আর কোন ঈশ্বর নেই।
যদি লোকরা ধৈর্য্য সহকারে আপনার সাহায্যের জন্য অপেক্ষা করে
তবেই আপনি তাদের জন্য মহান কাজ করবেন।
5 যারা ভাল কাজ করে তাদের সঙ্গেই আপনি থাকেন।
যে পথে আপনি চান সেই পথেই তাঁরা জীবনযাপন করেন।
কিন্তু অতীতে আমরা পাপ করেছি
এবং তাই আপনি ক্রুদ্ধ ছিলেন।
কিন্তু এখন আমরা কিভাবে রক্ষা পাবো?
6 আমরা সবাই পাপের জন্য নোংরা হয়ে উঠেছি।
এমন কি আমাদের ভাল কাজও অশুদ্ধ।
আমাদের ভালো কাজগুলো রক্তে রঞ্জিত পোশাকের মত।
আমরা সবাই মরা পাতার মত।
আমাদের পাপ আমাদের বাতাসের মতো বয়ে নিয়ে চলেছে।
7 আমরা আপনার উপাসনা করি না।
আমরা আপনার নামে বিশ্বাস রাখি না।
আমরা আপনাকে অনুসরণ করতে উৎসাহিত নই।
তাই আপনি আপনার মুখ আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছেন।
আপনি আমাদের পাপের জন্য আমাদের গলিয়ে দিয়েছেন।
8 কিন্তু প্রভু আপনি আমাদের পিতা।
আমরা মাটির পিণ্ডের মতো এবং আপনি মৃৎশিল্পী।
আপনার হাত আমাদের সৃষ্টি করেছে।
9 প্রভু, আমাদের ওপর ক্রোধ পুষে রাখবেন না।
আমাদের পাপ চিরকাল মনে রাখবেন না।
আমাদের দিকে দয়া করে তাকান!
আমরা আপনারই লোক।
10 আপনার পবিত্র শহরগুলি পরিত্যক্ত।
সেই শহরগুলি এখন মরুভূমির মতো।
সিয়োনও একটা মরুভূমি! জেরুশালেম ধ্বংসপ্রাপ্ত!
11 আমাদের পূর্বপুরুষরা আপনার পবিত্র মন্দিরে আপনার উপাসনা করেছে।
আমাদের মন্দির ছিল চমৎকার কিন্তু সেই মন্দির পুড়ে গিয়েছে।
আমাদের সমস্ত মূল্যবান বিষয় সম্পদগুলি ধ্বংস হয়ে গেছে।
12 এইসব জিনিস কি আপনাকে আমাদের প্রতি আপনার ভালবাসা দেখানো থেকে দূরে রাখবে?
আপনি কি নীরবতা চালিয়ে যাবেন?
আপনি কি আমাদের চিরকাল শাস্তি দেবেন?
Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International