যিশাইয় 65
Bengali: পবিত্র বাইবেল
লোকরা ঈশ্বর সম্পর্কে জানবে
65 প্রভু বলেন, “যারা আমার কাছে উপদেশ নিতে আসেনি আমি তাদেরও সাহায্য করেছি। আমাকে যারা পেয়েছে তারা কেউ আমার দিকে তাকিয়ে ছিল না। আমি একটা জাতির সঙ্গে কথা বলেছিলাম যারা আমার নামে নামাঙ্কিত নয়। আমি বলেছিলাম, ‘আমি এখানে! আমি এখানে!’
2 “যারা আমার বিরুদ্ধে গিয়েছিল এমন লোকদের গ্রহণ করার জন্য আমি সারাদিন প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিলাম। তারা আমার কাছে আসুক—আমি তাদের অপেক্ষায় ছিলাম। কিন্তু তারা আমার কাছ থেকে দূরে ছিল। তারা অসৎ পথে জীবনযাপন চালিয়ে গিয়েছিল। তাদের হৃদয় যা করতে চেয়েছিল তারা তাই করেছিল। 3 তারা আমার সামনে আমাকে সর্বদা ক্রুদ্ধ করেছিল। তারা তাদের বিশেষ বাগানে পশুবলি দিত ও ধূনো জ্বালাত। 4 তারা কবরস্থানে বসে থাকত। তারা মৃত মানুষদের কাছ থেকে ভাল বার্তা পাবার জন্য প্রতীক্ষায় থাকত। মৃতদের সঙ্গেও তারা বসবাস করত। তারা শুয়োরের মাংস খেত। তাদের ছুরি ও কাঁটাচামচ বাজে মাংস খেয়ে নোংরা হয়ে গিয়েছিল। 5 কিন্তু তারা অন্যদের বলত, ‘আমার কাছে আসবে না! আমি যতক্ষণ না তোমাদের পরিষ্কার করছি ততক্ষণ তোমরা আমাকে স্পর্শ করবে না।’ এরা আমার চোখে ধোঁয়ার মত এবং এদের আগুন সর্বদাই জ্বলে।”
ইস্রায়েলকে শাস্তি পেতেই হবে
6 “দেখ, এখানে হিসাব আছে। মেটাতে হবে। হিসাব অনুযায়ী তুমি তোমার পাপের জন্য দোষী। এই হিসাব না মেটানো পর্যন্ত আমি শান্ত হব না এবং তোমাকে শাস্তি দিয়েই হিসাব পরিশোধ করব।” 7 তোমার ও তোমার পিতার পাপ সবই সমান। প্রভু বলেন, “পর্বতের ওপর ধূপ জ্বালাবার সময় তোমাদের পিতারা পাপ করেছে। তারা ঐ পর্বতগুলোর ওপর আমায় অবমাননা করেছে। এবং আমিই প্রথম যে তাদের শাস্তি দিয়েছিলাম। আমি তাদের উচিৎ প্রাপ্য শাস্তি দিয়েছিলাম।”
8 প্রভু বলেন, “দ্রাক্ষাতে যখন নতুন সুরা থাকে মানুষ তখন তা বার করে নেয়। কিন্তু তারা দ্রাক্ষাগুলিকে পুরোপুরি ধ্বংস করে না। তারা এইসব করে কারণ দ্রাক্ষা এরপরেও ব্যবহার করা যায়। আমি আমার দাসদের প্রতি ঠিক একই জিনিষ করব। তাদের আমি পুরোপুরি ধ্বংস করবো না। 9 যাকোবের (ইস্রায়েল) কিছু লোককে আমি রক্ষা করব। যিহূদার কিছু মানুষ আমার পাহাড় পাবে। আমার দাসরা সেখানে বাস করবে। আমি পছন্দ করে ঠিক করব কারা ওখানে বাস করবে। 10 তখন পলেষ্টীয় সংলগ্ন শারোণ উপত্যকা হবে মেষদের মাঠ। জেরুশালেমের উত্তরের দশ মাইল আখোর উপত্যকা হবে গরুর পালের বিশ্রামস্থল। এইসব হবে আমার লোকদের জন্য—যেসব লোকরা আমার খোঁজ করে।
11 “কিন্তু তোমরা প্রভুকে ত্যাগ করেছো, তাই তোমরা শাস্তি ভোগ করবে। তোমরা আমার পবিত্র সিয়োন পর্বতের কথা ভুলে গিয়েছো। তোমরা ‘ভাগ্য’ ও ‘অদৃষ্ট’ মূর্ত্তিগুলোকে পূজো করতে শুরু করেছিলে। তোমরা তাদের নৈবেদ্য দিয়েছিলে। 12 কিন্তু আমি তোমাদের ভবিষ্যৎ নির্ণয় করেছি। তোমরা তরবারির দ্বারা শেষ হবে। তোমরা সবাই খুন হবে। কেন? কারণ আমি তোমাদের ডাকলেও তোমরা উত্তর দিতে অস্বীকার করেছিলে! আমি কথা বললেও তোমরা শোন নি। আমি যে সব কাজকে অপকর্ম বলেছিলাম তোমরা সেগুলিই করেছো। আমি যা পছন্দ করি না তাই তোমরা করবে বলে ঠিক করেছিলে।”
13 তাই প্রভু, আমার সদাপ্রভু বলেন,
“যদিও আমার দাসরা খাবে,
তোমরা ক্ষুধার্ত থেকে যাবে।
আমার দাসরা পান করতে পারলেও
তোমরা তৃষ্ণার্ত থাকবে।
আমার দাসরা সুখী হলেও
তোমরা দুষ্ট লোকরা লজ্জিত হবে।
14 আমার দাসরা আনন্দে মাতোয়ারা হবে
কিন্তু তোমরা দুঃখে কেঁদে ভাসাবে।
তোমাদের হৃদয় ভেঙ্গে যাবে
এবং তোমরা খুবই দুঃখিত হবে।
15 তোমাদের নাম আমার দাসদের কাছে বাজে শব্দের মতো শোনাবে।”
আমার প্রভু ঈশ্বর তোমাদের হত্যা করবেন।
আর তাঁর দাসদের দেবেন নতুন নাম।
16 লোকে এখন পৃথিবীর কাছে আশীর্বাদ প্রার্থনা করছে।
কিন্তু ভবিষ্যতে তারা আশীর্বাদ চাইবে আস্থাবান ঈশ্বরের কাছে।
এখন যারা পৃথিবীর নাম নিয়ে কোন প্রতিশ্রুতি করেছে
তারা ভবিষ্যতে ঈশ্বরের নামে প্রতিশ্রুতি করবে।
কেন? কারণ, অতীতের সমস্যার কথা সবাই ভুলে যাবে।
তারা আমার চক্ষুর অন্তরালে আছে।
একটি নতুন সময় আসছে
17 “আমি নতুন পৃথিবী ও নতুন স্বর্গ তৈরী করব।
লোকরা অতীতের কথা মনে রাখবে না।
সেই সব কথা তারা মোটেই চিন্তা করবে না।
18 আমার লোকরা সুখী হবে এবং এখন থেকে চিরকাল তারা আনন্দ করবে।
কেন? আমি তাই করব, জেরুশালেমকে আমি তৈরী করব আনন্দ নগরী
এবং সেখানকার লোকদের আমি করব খুব সুখী।
19 “তারপর জেরুশালেমের জন্য আমিও সুখী হব।
আমি আমার নিজের লোকদের জন্য সুখী হব।
শহরে আর কোন কান্না অথবা কান্নার শব্দ
এবং দুঃখ থাকবে না।
20 দু-চারদিনের আয়ু নিয়ে কোন শিশু জন্মাবে না।
অল্প সময় বেঁচে থেকে কেউই মরবে না।
প্রতিটি শিশু ও বৃদ্ধ বহু বহু বছর বাঁচবে। 100 বছর বেঁচে থাকার পরও যে কোন ব্যক্তিকে যুবকদের মত লাগবে।
একজন লোক যদি 100 বছর বয়স পর্যন্ত না বাঁচে লোকে তাকে অভিশপ্ত মানুষ বলে বিবেচনা করবে।
21 “শহরে কেউ যদি বাড়ি বানায় সে সেই বাড়িতে বসবাস করতে পারবে।
কেউ যদি বাগানে দ্রাক্ষা চাষ করে তবে সে সেই দ্রাক্ষা ফল খেতে পারবে।
22 আর কখনও এমন হবে না যে একজন বাড়ী তৈরী করবে
আর অন্য জন তাতে বাস করবে।
আর কখনও এমন হবে না যে একজন বাগান তৈরী করবে
আর অন্য জন তার ফল খাবে।
আমার লোকরা গাছের মত দীর্ঘ জীবন পাবে।
আমার মনোনীত লোকরা যা কিছু করবে তা উপভোগ করবে।
23 একটি মৃত শিশুকে জন্ম দেবার জন্য
মহিলারা আর কখনও প্রসব যন্ত্রনা ভোগ করবে না।
শিশুর জন্ম দিতে গিয়ে মহিলারা প্রসব যন্ত্রণায় আর ভীত হবে না।
প্রভু আমার সব লোকদের ও তাদের শিশুদের আশীর্বাদ করবেন।
24 তারা চাইবার আগেই জানতে পারবে তাদের চাহিদা
এবং তারা চাইবার আগেই সাহায্য পাবে।
25 নেকড়ে বাঘ এবং মেষশাবক একসঙ্গে খাবে।
সিংহ ছোট্ট বলদের সঙ্গে একসঙ্গে বিচালি খাবে।
আমার পবিত্র পর্বতে সাপ থাকলেও সে কাউকে কামড়াবে না।
এমনকি কারও ভয়েরও কারণ হবে না।”
এইসব প্রভু বলেছেন।
Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International