যোনা 2
Bengali: পবিত্র বাইবেল
যোনার প্রার্থনা
2 মাছের পেটের মধ্যে থাকাকালীন যোনা প্রভু, তাঁর ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলেছিলেন,
2 “আমি খুব খারাপ অবস্থার মধ্যে ছিলাম।
আমি প্রভুকে সাহায্যের জন্য ডাকলাম
এবং তিনি আমাকে উত্তর দিলেন!
আমি কবরের আরো গভীরে ছিলাম
প্রভু, আমি আপনাকে চিৎকার করে ডাকলাম
এবং আপনি আমার রব শুনতে পেলেন!
3 “আপনি আমাকে সমুদ্রে ফেলে দিয়েছিলেন।
আপনার শক্তিশালী ঢেউ আমার উপর পড়েছিল।
আমি গভীর, অতি গভীর সমুদ্রে ডুবে গেলাম।
আমার চারিদিকে কেবলই জল ছিল।
4 তখন আমি ভাবছিলাম,
‘এখন আমাকে বাধ্য হয়েই সেইখানে যেতে হবে যেখানে আপনি আমাকে দেখতে পাবেন না।’
কিন্তু আমি সাহায্যের জন্য তবু আপনার পবিত্র মন্দিরের দিকে চেয়েছিলাম।”
5 “সমুদ্রের জল আমার চারিদিক ঘিরে ধরল।
জল আমার মুখ ঢেকে দিল,
আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না।
ক্রমশঃ আমি গভীর থেকে গভীরতর সমুদ্রে চলে যেতে থাকলাম।
সমুদ্রের শৈবাল আমার মাথার চারিদিক জড়িয়ে গেল।
6 আমি সমুদ্রের তলদেশে ছিলাম,
যেখান থেকে পাহাড়গুলো আরম্ভ হয়েছে।
আমি ভেবেছিলাম আমি এই কারাগারে সারা জীবনের জন্য বন্দী হয়ে গেছি।
কিন্তু প্রভু আমার ঈশ্বর, আমাকে আমার কবরের মধ্য থেকে বার করে আনলেন!
ঈশ্বর, আপনি আবার আমাকে জীবন দান করলেন!
7 “আমার আত্মা সব আশা ছেড়ে দিয়েছিল।
কিন্তু তখন আমি প্রভুকে স্মরণ করলাম।
প্রভু, আমি আপনার কাছে প্রার্থনা করেছিলাম।
এবং আপনি আপনার পবিত্র মন্দিরে আমার প্রার্থনাগুলি শুনেছিলেন।
8 “কয়েক জন লোক মূল্যহীন মূর্ত্তি পূজো করে।
কিন্তু ঐ মূর্ত্তিগুলি কখনই তাদের সাহায্য করবে না।
9 পরিত্রাণ কেবল প্রভুর কাছ থেকেই আসে!
প্রভু আমি আপনার উদ্দেশ্যে উৎসর্গ করব এবং আমি আপনার প্রশংসা করব ও আপনাকে ধন্যবাদ জানাবো।
আমি আপনার কাছে বিশেষ প্রতিশ্রুতি করব
এবং যেগুলি করব বলে আমি প্রতিশ্রুতি করেছিলাম সেই সব কাজগুলো আমি করব।”
10 তখন প্রভু ওই মাছটির সঙ্গে কথা বললেন এবং মাছটি বমি করে যোনাকে জমির উপরে ফেলল।
Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International