Add parallel Print Page Options

লমূয়েল রাজার হিতোপদেশ

31 এগুলি হল লমূয়েল রাজার হিতোপদেশ যা তাঁকে তাঁর মা শিখিয়েছিলেন।

তুমি আমার প্রিয় পুত্র, যার জন্য আমি প্রার্থনা করেছিলাম। স্ত্রীলোকের পিছনে শক্তিক্ষয় কোরো না কারণ তারা অনেক রাজার ধ্বংসের কারণ। লমূয়েল, রাজাদের পক্ষে দ্রাক্ষারস পান করা বিজ্ঞজনোচিত নয়, শাসকের পক্ষে সুরা পান করা বিজ্ঞজনোচিত নয়। তারা দ্রাক্ষারস পান করে সমস্ত আইন ভুলে গিয়ে দরিদ্রদের ওপর অত্যাচার করতে পারে, তাদের অধিকার কেড়ে নিতে পারে। 6-7 যারা দরিদ্র, যারা সমস্যায় জর্জরিত তাদের দ্রাক্ষারস পান করতে দাও যাতে তারা তাদের দুঃখকষ্ট ভুলে যেতে পারে।

যে ব্যক্তি নিজেকে সাহায্য করতে পারে না তাকে সাহায্য করা উচিৎ‌। যে কথা বলতে পারে না এমন কারো হয়ে কথা বলো। দুর্বল লোকদের অধিকার রক্ষা কর। যা তুমি সঠিক বলে মনে কর তার পক্ষ নিয়ে দাঁড়াও। সব মানুষের প্রতি ন্যায় বিচার কর। দরিদ্রদের এবং সাহায্য প্রার্থীদের অধিকার রক্ষা কর।

একজন যথার্থ স্ত্রী

10 একজন যথার্থ স্ত্রী[a] সত্যিই দুর্লভ।
    কিন্তু সে অলঙ্কারের চেয়েও মূল্যবান।
11 তার স্বামীর তার ওপর পূর্ণ আস্থা আছে।
    সে কখনও দরিদ্র হবে না।
12 এই ধরণের স্ত্রী তার স্বামীর কাছে সমস্ত জীবনের একটি পুরস্কার স্বরূপ,
    বোঝা নয়।
13 সে পশম ও মসীনা সংগ্রহ করে
    এবং খুশী মনে তার নিজের হাতে বিভিন্ন জিনিস বানায়।
14 দূর দেশ থেকে আসা এক জাহাজের মতো
    সে বাড়ির জন্য বিভিন্ন স্থান থেকে খাদ্য সংগ্রহ করে।
15 সে প্রত্যেক দিন ভোরবেলা উঠে
    তার পরিবারের জন্য রান্না করে এবং ভৃত্যদের ভাগ তাদের দিয়ে দেয়।
16 সে একটি জমি পর্যবেক্ষণ করে এবং তারপর সেটা ক্রয় করে।
    সে তার অর্জিত অর্থ ব্যয় করে এবং দ্রাক্ষাক্ষেত বপন করে।
17 সে হয় কঠোর পরিশ্রমী
    এবং সমস্ত রকম কাজে সক্ষম।
18 সে যখনই তার নিজের তৈরী জিনিসের ব্যবসা করে
    তখনই লাভ করে।
19 সে সুতো কাটে
    এবং নিজের কাপড় বোনে।
20 সে সব সময় দরিদ্র
    ও সাহায্য প্রার্থীদের দান করে।
21 শীতে যখন বরফ পড়ে তখন সে পরিবারের জন্য দুশ্চিন্তা করে না।
    সে তাদের সবাইকে ভাল গরম কাপড় দেয়।
22 সে বিছানায় পাতার জন্য চাদর তৈরী করে
    এবং সে দামী মসলিনের বস্ত্র পরে।
23 তার স্বামী হয় দেশের নেতাদের একজন
    যাকে সকলেই শ্রদ্ধা করে।
24 তার ব্যবসায়িক দক্ষতা থাকে
    এবং সে বস্ত্র ও বন্ধনী তৈরী করে ব্যবসায়িকদের কাছে বিক্রি করে।
25 সে প্রশংসিত হয়[b] এবং মানুষ তাকে সম্মান করে।
    সে আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যতের মুখোমুখি হয়।
26 সে বিশাল জ্ঞান নিয়ে কথা বলে
    এবং মানুষকে স্নেহময় ও দয়ালু হতে শেখায়।
27 সে কখনও আলস্য দেখায় না
    এবং তার গৃহের সমস্ত জিনিসের দেখাশোনা করে।
28 তার সন্তানরা তার প্রশংসা করে,
    তার স্বামী তাকে নিয়ে গর্ব করে বলে,
29 “আরো অনেক ভালো স্ত্রীলোক আছে,
    কিন্তু তুমি তাদের মধ্যে শ্রেষ্ঠ।”
30 রূপলাবণ্য তোমাকে লোকদের সামনে ঠকাতে পারে।
    কিন্তু যে স্ত্রীলোক প্রভুকে শ্রদ্ধা করে তাকে অবশ্যই প্রশংসা করা উচিৎ‌।
31 তাকে তার যোগ্য পুরস্কার দাও।
    তার কাজের জন্য সর্বসমক্ষে তার গুণগান কর।

Footnotes

  1. 31:10 যথার্থ স্ত্রী অথবা “এক সম্ভ্রান্ত স্ত্রী।”
  2. 31:25 সে প্রশংসিত হয় অথবা “সে শক্তিশালী।”