Add parallel Print Page Options

ইস্রায়েল প্রভুকে ভুলে গেছে

11 প্রভু বলেছেন, “ইস্রায়েল যখন শিশু ছিল তখন আমি তাকে ভালোবেসেছিলাম;
    আমি আমার পুত্রকে মিশর থেকে ডেকে নিয়েছিলাম।
কিন্তু আমি যতো বেশী করে ইস্রায়েলীয়দের ডেকেছি
    ততোই বেশী করে ইস্রায়েলীয়রা আমাকে ছেড়ে গেছে।
ইস্রায়েলীয়রা বালদের উদ্দেশ্যে বলি দিয়েছিল।
    তারা মূর্ত্তিগুলির সামনে ধূপ জ্বালিয়েছিল।

“কিন্তু আমিই ইফ্রয়িমকে হাঁটতে শিখিয়েছিলাম!
    আমি ইস্রায়েলীয়দের আমার বাহুর মধ্যে নিয়েছিলাম!
আমিই তাদের আরোগ্য করেছিলাম!
    কিন্তু তারা তা জানে না।
আমি তাদের দড়ি দিয়ে পথ দেখিয়েছিলাম।
    কিন্তু সে দড়ি ছিল ভালবাসারই দড়ি।
আর আমিই তাদের কাছে সেই লোকেদের মত ছিলাম যারা ঘাড় থেকে যোয়াল উঠিয়ে নেয়।
    আমিই নীচু হয়ে তাদের খাওয়াতাম।

“ইস্রায়েল জাতি ঈশ্বরের দিকে ফিরতে অস্বীকার করেছিল। সেজন্য তারা মিশরে যাবে! অশূর রাজা তাদের রাজা হবে। তরবারি তাদের শহরের বিরুদ্ধেই ঘুরবে। সেই তরবারি তাদের শক্তিশালী লোকেদের হত্যা করবে। সেটা তাদের নেতাদেরও ধ্বংস করবে।

“আমার লোকেরা আশা করে যে আমি তাদের কাছে ফিরে যাব। তারা স্বর্গের ঈশ্বরকে ডাকবে, কিন্তু ঈশ্বর তাদের সাহায্য করবে না।”

প্রভু ইস্রায়েলকে ধ্বংস করতে চাইছেন না

“ইফ্রয়িম আমি তোমাকে ছাড়তে চাইছি না।
    ইস্রায়েল, আমি তোমাকে রক্ষা করতে চাই।
আমি তোমাকে অদ্মার মতো হতে দেব না!
    আমি তোমাকে সবোয়িমের মতো হতে দেব না!
আমি তোমার মন বদলাচ্ছি।
    তোমাদের প্রতি আমার ভালোবাসা খুবই তীব্র।
আমি আমার ভয়ঙ্কর ক্রোধকে কখনই জয়ী হতে দেব না।
    আমি আবার ইফ্রয়িমকে ধ্বংস করব না।
আমি ঈশ্বর, আমি মানুষ নই।
    আমিই সেই পবিত্রজন,
আমি তোমাদের সঙ্গেই আছি।
    আমি ক্রোধ প্রকাশ করব না।
10 আমি সিংহের মতন গর্জন করব।
    আমি গর্জন করব এবং আমার সন্তানরা আসবে ও আমাকে অনুসরণ করবে।
আমার সন্তানরা ভয়ে কাঁপতে কাঁপতে
    পশ্চিম দিক থেকে আসবে।
11 পাখীর মতন কাঁপতে কাঁপতে
    তারা মিশর থেকে আসবে।
অশূরীয় দেশ থেকে তারা ঘুঘু পাখীর মতো কাঁপতে কাঁপতে আসবে;
    এবং আমি তাদের গৃহে ফিরিয়ে নেব।”
প্রভু এই কথাই বলেছেন।
12 “ইফ্রয়িম তার মূর্ত্তিদের দ্বারা আমাকে ঘিরে রেখেছে।
    ইস্রায়েলবাসীরা আমার বিরুদ্ধে গিয়েছিল এবং তারা ধ্বংস হয়ে গেছে!
কিন্তু যিহূদা এলের সঙ্গে এখনও ঘুরছে।
    যিহূদা সেই পবিত্রদের কাছে বিশ্বস্ত।”