Add parallel Print Page Options

প্রভুর দিকে প্রত্যাবর্তন

14 ইস্রায়েল তোমাদের পতন হয়েছে এবং ঈশ্বরের বিরুদ্ধে তোমরা পাপ করেছো। সেজন্য তোমাদের প্রভু, ঈশ্বরের কাছে ফিরে এসো। তুমি যে কথাগুলো বলবে তার সম্বন্ধে চিন্তা কর এবং প্রভুর কাছে ফিরে এসো। তাঁকে বলো,

“আমাদের পাপ দূর করে দিন।
    আমাদের ভালো কথাগুলি গ্রহণ করুন।
    উৎসর্গ হিসেবে আমরা আমাদের ওষ্ঠ দিয়ে আপনাকে প্রশংসা বাক্য নিবেদন করব।
অশূর আমাদের রক্ষা করতে সক্ষম হবে না।
    আমরা যুদ্ধের ঘোড়ায় চাপব না।
যে জিনিসগুলো আমরা নিজেদের হাতে তৈরি করেছি
    সেগুলোকে আমরা ‘আমাদের ঈশ্বর’ বলব না।
কেন? কারণ আপনিই একমাত্র সেই জন যিনি অনাথদের প্রতি কৃপা দেখান।
    কেবলমাত্র আপনিই আমাদের রক্ষা করতে পারেন।”

প্রভু ইস্রায়েলকে ক্ষমা করবেন

প্রভু বলেন,
“আমাকে পরিত্যাগ করবার জন্য আমি তাদের ক্ষমা করব।
যেহেতু আমি ক্রুদ্ধ হওয়া থেকে বিরত হয়েছি
    তাই আমি তাদের মুক্তমনে ভালোবাসব।
আমি ইস্রায়েলের কাছে শিশিরের মতো হব।
    ইস্রায়েল লিলির মতো প্রস্ফুটিত হবে।
সে লিবানোনের সিডার গাছের মতো হবে।
তার শিকড়গুলি বাড়বে
    এবং তাকে একটি সুন্দর জলপাই গাছের মত দেখাবে।
লিবানোনের সিডার গাছগুলো থেকে যে সুন্দর গন্ধ আসে
    সেও সে রকম সুন্দর গন্ধ হবে।
ইস্রায়েলের জনসাধারণ আবার আমার আশ্রয়ে থাকবে।
    তারা শস্যের মত বাড়বে।
    তারা দ্রাক্ষা গাছের মত মুকুলিত হবে।
    তারা লিবানোনের মদের মত হবে।

ইস্রায়েলের মূর্ত্তিগুলি সম্বন্ধে প্রভু সতর্ক করছেন

“ইফ্রয়িম, মূর্ত্তিগুলো নিয়ে আমার আর বেশী কিছু করবার থাকবে না।
    আমিই সেই ‘এক’ যিনি তোমাদের প্রার্থনার উত্তর দেন, আমিই সেই যে তোমাদের ওপর নজর রাখে।
আমি সেই ফার গাছের মত যেটা চির সবুজ।
    আমার কাছ থেকেই তোমাদের ফল আসে।”

সর্বশেষ উপদেশ

একজন জ্ঞানী ব্যক্তি এই বিষয়গুলো বুঝতে পারছে।
    একজন চটকদার মানুষকে অবশ্যই এই বিষয়গুলি শিখতে হবে।
প্রভুর পথ সকল সঠিক।
    ভালো লোকরা সেই পথেই বাঁচবে।
    পাপীরা তার দ্বারাই মারা যাবে।