Add parallel Print Page Options

প্রভুর কাছে ফিরে আসার পুরস্কার

“এসো, চল আমরা প্রভুর কাছে ফিরে যাই।
    তিনি আমাদের আঘাত করেছেন, কিন্তু তিনিই আমাদের আরোগ্য করবেন।
    তিনি আমাদের আহত করেছিলেন, কিন্তু তিনি আমাদের (ক্ষতস্থানগুলিকে) পট্টি দিয়ে বেঁধে দেবেন।
দুদিন বাদে তিনি আমাদের জীবন ফিরিয়ে দেবেন।
    তৃতীয় দিনে, তিনি আমাদের ওঠাবেন।
    তাহলে আমরা তাঁর সামনে বেঁচে থাকতে পারব।
এস, প্রভুর সম্বন্ধে আমরা জ্ঞান সঞ্চয় করি।
    প্রভুকে জানবার জন্য আপ্রাণ চেষ্টা করি।
যে রকম নিশ্চিত ভাবে আমরা জানি যে ভোর হতে চলেছে
    সে রকম ভাবেই আমরা নিশ্চিত যে তিনি আসছেন।
প্রভু আমাদের কাছে বৃষ্টির মতো আসবেন,
    বসন্তের বৃষ্টির জল যেভাবে মাটিকে সিক্ত করে।”

লোকরা বিশ্বস্ত নয়

“ইফ্রয়িম, তোমার সঙ্গে আমি কি করব?
    যিহূদা, তোমার সঙ্গে আমি কি করব?
তোমার বিশ্বস্ততা তো ভোরের কুয়াশার মতো,
    তোমার বিশ্বস্ততা তো শিশিরের মতো, যা সকালে মিলিয়ে যায়।
তাই আমি তাদের ভাববাদীদের দ্বারা কেটে ফেলেছি।
    আমার আদেশেই তাদের হত্যা করা হয়েছে;
যাতে ন্যায় তোমার কাছ থেকে
    আলোর মতো বেরিয়ে যেতে পারে।
কারণ, আমি বিশ্বাসপূর্ণ ভালোবাসা চাই,
    উৎসর্গ নয়।
আমি চাই লোকে ঈশ্বরকে জানুক,
    হোমবলি উৎসর্গ নয়।
কিন্তু লোকে চুক্তি ভেঙে ছিল, ঠিক আদম যে ভাবে ভেঙে ছিল।
    তাদের রাজ্যে তারা আমার প্রতি অবিশ্বস্ত।
গিলিয়দ অধর্মচারীদের শহর।
    সেখানকার লোকরা চালাকি করে অন্যদের হত্যা করেছে।
ডাকাতরা লুকিয়ে থাকে,
    পথে কাউকে আক্রমণ করার জন্য অপেক্ষা করে।
একইভাবে, যাজকরা শিখিমের রাস্তার ওপর অপেক্ষা করে
    এবং পথচারীদের আক্রমণ করে তারা অনেক অন্যায় করেছে।
10 ইস্রায়েল জাতির মধ্যে একটি ভয়ঙ্কর জিনিস দেখেছি।
ইফ্রয়িম ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত ছিল।
    পাপে ইস্রায়েল নোংরা হয়ে গেছে।
11 যিহূদা, তোমার জন্য ফসল কাটারও একটা সময় আছে।
    যখন আমি আমার লোকদের বন্দী দশা থেকে ফিরিয়ে আনব, তখনই এটা ঘটবে।”